দাসানি স্টুডিওয়ে অগ্নিকাণ্ড |
আজ টালিগঞ্জের দাসানি স্টুডিওর এসি ফ্লোরে ভয়াবহ আগুন লাগে। পৌনে ২টো নাগাদ সিরিয়ালের শ্যুটিং চলাকালীন এই আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ৭টি ইঞ্জিন। শ্যুটিং ফ্লোরে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দমকলবাহিনীর সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। স্টুডিওয়ে কোনরকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলেই জানা গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছেছেন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
|
অবশেষে ধরা পড়লেন মাঠপুকুর কাণ্ডে মূল অভিযুক্ত কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও। গত ২০ মার্চ জমি দখলকে কেন্দ্র করে ধাপার মাঠপুকুরে খুন হন স্থানীয় তৃণমূল নেতা ‘গুলেপচা’ ওরফে অধীর মাইতি। তারপর থেকেই ফেরার ছিলেন কাও। রবিবার জিঞ্জিরাবাজার থেকে কাও-এর আত্মীয় দেবাশিস সরকারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেই অভিযুক্ত কাও-এর খবর পেয়ে বুধবার উত্তরপ্রদেশে পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। মোবাইলের সূত্র ধরে বালিয়ার সিকন্দরপুরের একটি গেস্টহাউস থেকে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়েছে। আজ কাওকে বালিয়া আদালতে তোলা হয়। আদালতে ট্রানজিট রিমান্ডের অনুমতি চায় কলকাতা পুলিশ। ৭ এপ্রিল পর্যন্ত কাওকে ট্রানজিট রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
|
ঠানেতে বহুতল ধসে মৃত অন্তত ৩৭ |
মুম্বইয়ের ঠানেতে একটি নির্মীয়মাণ বহুতল ধসে মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ থানের শিল ফাটা এলাকায়। ঘটনার সময় বাড়িতে ৩৫টি পরিবার ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলারও। গুরুতর জখম হয়েছেন আরও ৬৯ জন। |
ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। ধ্বংসস্তূপে অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত ৬টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেআইনী জমিতে জঙ্গল কেটে এই বহুতল বানানোর কাজ চলছিল বলে জানান পূর্ত বিভাগের কর্মীরা। নির্মানকাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বন ও উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। |