নির্মীয়মান বাড়ি ভেঙে দুর্ঘটনা, মৃত ১ |
আজ সকালে আমহার্স্ট স্ট্রিট থানার অন্তর্গত কেশবচন্দ্র স্ট্রিট এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন ভেঙে পড়ে বাড়িটির একাংশ। এই দুর্ঘটনার ফলে বাড়িটির ভেতরে আটকে পরেন বাড়িটির কয়েকজন বাসিন্দা। তাঁদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা, নিয়ে যান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এক বত্রিশ বছর বয়সি ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। বাকিরা সবাই সুস্থ বলে জানা গিয়েছে।
|
অর্থনৈতিক বৃদ্ধিতে ‘রাহুল-দাওয়াই’ |
নতুন আশা ও স্বপ্ন নিয়ে টগবগ করে ফুটছে নতুন ভারত। এই নতুন ভারত যার বেশিরভাগটা জুরেই আছে যুবসম্প্রদায় তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, তবেই ভারতের আত্মাকে সঠিক দিশায় বয়ে নিয়ে যাওয়া যাবে বলে আশা করেন রাহুল গাঁধী।
কংগ্রেসের সহ-সভাপতি পদে অভিষেকের পর আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিআইআই-র বার্ষিক সাধারণ সভায় এসে তিনি আরও বলেন যে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে আশু প্রয়োজন পরিকাঠামোর উন্নয়ন। সেই উন্নয়ন ঘটাতে সরকারের সঙ্গে কর্পোরেট সেক্টরগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতকে বিশ্বের মানবসম্পদের শ্রেষ্ঠ ভাণ্ডার বলে অভিহিত করে তিনি আরও বলেন চাকরির অপ্রতুলতা ভারতবর্ষে সমস্যা নয়, সমস্যা হল সঠিক হাতে-কলমে শিক্ষা ও দক্ষতার অভাব। দেশের উন্নয়ন ঘটাতে এইসব বাধাগুলিকে অবশ্যই সরাতে হবে,প্রযোজন নিরপেক্ষ সরকারের। সেই সরকার গঠনে সামিল করতে হবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষকেও।
|
গত কয়েকদিনের অসহনীয় গরমের পর আজ সাময়িক স্বস্তি এনে দিল কয়েক পশলা বৃষ্টি। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার ফলে, আজ সকালে শহর ও সংলগ্ন কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ সারাদিনই আকাশের মুখ থাকবে ভার। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও খানিকটা কম থাকবে বলে অনুমান। অন্যদিকে এই অকাল বর্ষণ ও আংশিক ঝড়ে হাতিবাগান ও লেক গার্ডেনসের কিছু এলাকায় রাস্তায় গাছ পড়ে গিয়ে সাময়িক ভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।
|
গালাতাসারেকে উড়িয়ে সেমিফাইনালের পথে রিয়াল |
চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারেকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের রাস্তা প্রায় নিশ্চিত করে ফেলল রিয়াল মাদ্রিদ। গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমা, ও ইগুয়াইন। খেলা শুরুর ন’মিনিটের মধ্যেই মেসুট ওজিলের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরেই দিদিয়ের দ্রোগবা একক প্রচেষ্টায় গোলের কাছাকাছি পৌঁছে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। এরপরেও দ্রোগবার জোরালো শট আটকে দেন দিয়েগো লোপেজ। ম্যাচের ২৯ মিনিটে এসিয়েনের ক্রস থেকে ব্যাবধান বাড়ান করিম বেঞ্জেমা। দু’গোলে পিছিয়ে পড়ে রিয়ালের অর্ধে মুহূর্মুহূ আক্রমণ শানায় গালাতাসারে। তবে গোলমুখ খুলতে পারেনি তারা। এরপর ম্যাচ শেষ হওয়ার সতেরো মিনিট আগে দলের তিননম্বর গোলটি করে জয় নিশ্চিত করেন পরিবর্ত ইগুয়াইন। এরফলে দ্বিতীয় পর্বের খেলাটি নিয়মরক্ষার ম্যাচে পরিনত হল বলে মনে করা হচ্ছে।
|
বরাহনগর জুটমিলে অগ্নিকাণ্ড |
আজ ভোরে আগুন লাগে বরাহনগর জুটমিলের প্যাকেজিং বিভাগে। খবর দেওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের ৬টি ইঞ্জিনের সাহায্যে আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন নেভানোর কোন পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। গত দু’মাসে তিনবার আগুন লাগে এই জুটমিলে। ফলে কারখানা রক্ষনাবেক্ষণের ব্যাপারে কর্তৃপক্ষের সদ্দিচ্ছা নিয়েই প্রশ্ন উঠছে।
|