বিনোদনের টুকরো খবর
রুথ জবভালা প্রয়াত
বুকারজয়ী লেখিকা এবং অস্কারজয়ী চিত্রনাট্যকার। এ দুয়ের বিরল মেলবন্ধন ঘটেছিল যাঁর মধ্যে, সেই রুথ প্রাওয়ার জবভালা (৮৫) মারা গেলেন। ‘শেক্সপিয়রওয়ালা’ থেকে শুরু করে প্রখ্যাত প্রযোজক-পরিচালক জুটি জেমস আইভরি এবং ভারতীয় বংশোদ্ভূত ইসমাইল মার্চেন্টের হয়ে ২২টি ছবির চিত্রনাট্য লিখেছেন রুথ। ই এম ফর্স্টার, হেনরি জেমস, কাজুও ইশিগুরোর উপন্যাসকে তুলে এনেছেন পর্দায়। ফর্স্টারের লেখা থেকে ‘আ রুম উইথ আ ভিউ’ এবং ‘হাওয়ার্ডস এন্ড’-এর চিত্রনাট্যের জন্য অস্কার পান রুথ। জন্মসূত্রে জার্মান, বিয়ে করেছিলেন ভারতীয় স্থপতি সাইরাস জবভালাকে। তাঁর নিজের লেখাতেও ঘুরেফিরে এসেছে ভারত। যেমন, বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘হিট অ্যান্ড ডাস্ট’। সেটা পরে ছবিও হয়েছিল।

কৃষি সংস্কৃতি বৈচিত্র্য উৎসব
সম্প্রতি আয়োজিত হয়ে গেল সুন্দরবন কৃষি সংস্কৃতি বৈচিত্র উৎসব। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ নেতাজী ময়দানে পশ্চিম শ্রীধরকাটি জনকল্যাণ সঙ্ঘের পরিচালনায় রবিবার শুরু হওয়া এই উৎসব শেষ হল বৃহস্পতিবার। অনুষ্ঠানের বিভিন্ন দিনে ছিল জৈব সার, খাদ্য ও পুষ্টি শিবির, শিক্ষার অধিকার নিয়ে আলোচনা, যাত্রা, নাটক, নৃত্যানুষ্ঠান, জেলে মাঝি মোল্লার অনুষ্ঠান, আবৃত্তি। সাহিত্য সভায় অংশ নেন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং শিক্ষানুরাগীরা।

হালিশহরে উৎসব
সম্প্রতি বড় শীতলাদেবীর উৎসব অনুষ্ঠিত হল হালিশহরে। উৎসব উপলক্ষ্যে বসেছিল মেলা। উৎসব কমিটির কর্তা শিবসৌম্য বিশ্বাস জানান, এই উৎসবের প্রতিষ্ঠাতা হলেন প্রয়াত ত্রিপুরেশ্বর মজুমদার। এই উৎসব এ বছরে ৫৪ বছরে পড়ল। অন্যান্য বছরের মত এ বছরও উৎসবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ থেকেও মানুষ এসেছিলেন।

নাট্যেৎসব
সম্প্রতি বসিরহাটে আয়োজিত হয়ে গেল তিনদিনের নাট্যোৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। বসিরহাটের দেবদূত স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্থানীয় কবি সুকান্ত ভট্টাচার্য মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাগনানে অনুষ্ঠান
সম্প্রতি রজতজয়ন্তী বর্ষ উদযাপিত হল হাওড়ার বাগনানের বাঙালপুরে শরৎ স্মৃতি সাধারণ পাঠাগারে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। দু’দিন ধরে চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার পুলক সামন্ত।

মান্নাকে বিশেষ সঙ্গীত মহাসম্মান
রাজ্য সরকারের ‘বিশেষ সঙ্গীত মহাসম্মান’ পাচ্ছেন মান্না দে। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরুতে তাঁর বাড়িতে গিয়ে এই সম্মান জানাবেন। এ ছাড়াও ‘সঙ্গীত মহাসম্মান’ পাচ্ছেন নির্মলা মিশ্র, সবিতা চৌধুরীর মতো ১৬ জন শিল্পী এবং ‘সঙ্গীত সম্মান’ দেওয়া হচ্ছে আরও ১৮ জন শিল্পীকে।

নন্দনে গ্রামশিল্প
গ্রামবাংলার শিল্পীদের আঁকা ছবি নিয়ে নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে রাজ্য সরকার। তিন সপ্তাহ প্রদর্শনী চলবে বলে জানান চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তাঁর নেতৃত্বে একটি কমিটি প্রদর্শনীর দায়িত্বে থাকবে। বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি। পরে যোগেনবাবু জানান, বিভিন্ন জেলার ১০০ জন শিল্পীর ছবি থাকবে প্রদর্শনীতে। ৮-১০টি ছবিকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা।

স্মিত হাসি: রাজা ভোজা বিমানবন্দরে। বুধবার। ছবি: পিটিআই



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.