টুকরো খবর
অমরত্বের জন্য রাষ্ট্রপুঞ্জের সাহায্য চান রুশ ধনকুবের
অমর হতে চেয়ে মানুষ কত কিছুই না করেছে। এ বার মানুষকে অমর করতে উদ্যোগী হলেন এক রুশ ধনকুবের। ৩২ বছর বয়সী ধনকুবের দিমিত্রি ইস্তকভ এ বিষয়ে অর্থ সাহায্য করতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে পর্যন্ত অনুরোধ জানিয়ে ফেলেছেন। তবে এর জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ গবেষণা শেষ হতে ২০৪৫ সাল পর্যন্ত সময় লেগে যাবে বলে জানিয়েছেন দিমিত্রি। প্রধানত তিনটি ধাপে গবেষণা হওয়ার কথা। প্রথম ধাপে একটা রোবট তৈরি করা হবে যার কাজকর্ম মানুষের চিন্তাভাবনার দ্বারা নিয়ন্ত্রিত হবে। ২০২৫ সাল নাগাদ দ্বিতীয় ধাপে মানুষের মস্তিষ্ক রোবটের দেহে প্রতিস্থাপন করা হবে। এর পর ২০৩৫ সাল নাগাদ শেষ ধাপের পরীক্ষা শুরু হওয়ার কথা যেখানে একটা রোবট তৈরি করা হবে যার মস্তিষ্ক হবে মানুষের এবং সক্ষম। ফলে রোবট হলেও তার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনা হবে পুরোপুরি মানুষের মতো। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নিও হিউম্যানিটি’।

ভারতীয় নিখোঁজ আমেরিকায়
আমেরিকায় কর্মরত টিসিএসের এক কর্মীর খোঁজ মিলছে না। তাঁর নাম পি ভি শরৎ কুমার, বয়স ৩৫। শরৎ গত সাত বছর ধরে সস্ত্রীক শিকাগোয় রয়েছেন। তাঁর পৈতৃক বাড়ি অন্ধ্রের গুন্টুরে। পরিবারের কয়েক জনের সঙ্গে নায়াগ্রা বেড়াতে গিয়েছিলেন শরৎ। ফেরার পথে ওয়াশিংটনে এসে তাঁর আত্মীয়রা দেখেন শরৎ নেই। প্রথমে তাঁরা ভেবেছিলেন, শরৎ হয়তো মাঝপথে চা-কফি খেতে বাস থেকে নেমেছিলেন, আর উঠতে পারেননি। কিন্তু প্রায় তিরিশ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কোনও খবর না পেয়ে তাঁরা পুলিশের কাছে যান। কিন্তু পুলিশের তরফে বলা হয়, ৪৮ ঘণ্টার আগে অভিযোগ দায়ের করা সম্ভব নয়।

প্রাণের আশা
অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সরকারি ভাবেই এ বার নাসা স্বীকার করল মঙ্গলগ্রহে কোনও এক সময়ে প্রাণ ছিল, এমন সম্ভাবনা প্রবল। মঙ্গলের বাদামি গুঁড়ো পরীক্ষা করে কৌতূহল রিপোর্ট পাঠিয়েছে, তাতে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও কার্বন আছে। রয়েছে কার্বন ডাই-অক্সাইডও। তা হয়তো কোনও অণুজীব থেকেও পাওয়া যেতে পারে বলে করছে নাসা।

রানির বেতন বৃদ্ধি
বেতন বাড়ল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। পরিমাণটা কম নয়। বছরে ৫১ লক্ষ পাউন্ড। ছিল ৩১০ লক্ষ পাউন্ড। নতুন আর্থিক বছরে তা বেড়ে হল ৩৬১ লক্ষ পাউন্ড।

মনোরম: হামবুর্গের রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা। ছবি: এএফপি



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.