আইন আমান্য আন্দোলনে যোগ দিয়ে গতকাল প্রাণ হারিয়েছেন এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্ত। মঙ্গলবার দুপুরে ৩৩১ জন এসএফআই সদস্যকে গ্রেফতার করে ধর্মতলা থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে গুরুতর জখম হয়ে মৃত্যু হয় তাঁর। বাসে ঝুলন্ত অবস্থায় ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েই সুদীপ্তের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। বেপরোয়া ভাবে বাস চালানোর অভিযোগে বাস চালক রাজা দাসকে আজ গ্রেফতার করে পুলিশ। সুদীপ্তের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে সকালে এসএসকেএমে যান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। মেডিকেল কলেজে এসএফআই-এর অপর সদস্য আহত জোসেফ হুসেনকেও দেখতে যাওয়ার কথা ছিল। তদন্তের গতিপ্রকৃতি জানতে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে আধঘন্টা বৈঠক করেন তিনি। কথা বলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সের সঙ্গেও। ঘটনার বিশদ তথ্য জানতে পুলিশ কন্ট্রোল রুমে লগ বুক খতিয়ে দেখেন। অন্য দিকে, সুদীপ্তের মৃত্যুতে তদন্তের নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশনও।
এ দিকে তরুণ এসএফআই সদস্য সুদীপ্ত গুপ্তর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্য জুড়ে। আজ তাঁর মরদেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় নেতাজী নগর কলেজে। সেখান থেকে গড়িয়ায় তাঁর বাড়ি হয়ে দেহ নিয়ে যাওয়া হয় এসএফআই-এর সদর দফতরে। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তরুণ এই নেতার মৃত্যুর প্রতিবাদে আগামিকাল রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন। আবার সকাল ১১টা থেকে ১৫ মিনিটের জন্য কলকাতা-সহ রাজ্যজুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে ডিওয়াইএফআই-এর পক্ষ থেকেও। তবে যে সমস্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলছে সেগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। |
যৌন নির্যাতন বিরোধী বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির |
অবশেষে যৌন নির্যাতন প্রতিরোধ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পরস্পর-বিরোধী মতের জেরে বারবারই কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বিলের বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। ১৬ ডিসেম্বর দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অর্ডিন্যান্স জারি করে ইউপিএ সরকার। এরপর এই অর্ডিন্যান্সকে আইনের চেহারা দিতে গত ১৯ মার্চ লোকসভায় ও ২১ মার্চ রাজ্যসভায় বিল পাশ করা হয়। পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে সহবাসে সম্মতির বয়স ১৮ বছর রাখা হয়েছে। ধর্ষণে অভিযুক্তের সাজা কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড বা আজীবন কারাবাস, অ্যাসিড হানাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে কমপক্ষে ১০ বছরের জেলের সাজার প্রস্তাব রাখা হয়েছে।
|
অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী |
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র দু’দিনের বার্ষিক সম্মেলনে দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিগত দশ বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৫ শতাংশ, যা যথেষ্ট হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। বৃদ্ধির হার ৮ শতাংশে ফিরিয়ে আনতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে বসে জানালেন তিনি। বিভিন্ন দেশের ১৫০০ শিল্পপতি এই বৈঠকে যোগ দেন। এই বছর সিআইআই সম্মেলনের থিম ছিল ‘আগামী দিনের ভারত’। বৈঠকে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী কপিল সিব্বল, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ আহলুওয়ালিয়া-সহ আরও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
|
বৃদ্ধ দম্পতিকে মারধর, ডাকাতি টিটাগড়ে |
গতকাল গভীর রাতে টিটাগড়ের দেবপুকুর এলাকায় এক বৃদ্ধ দম্পত্তির বাড়িতে হানা দেয় ৬-৭ জনের একটি ডাকাতদল। তালা ভেঙে বাড়িতে ঢুকে গৃহকর্তা মদন ঘোষ ও রুমা ঘোষকে প্রচণ্ড মারধর করে দুষ্কৃতীরা। এর পর আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১০-১২ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। আহত রুমাদেবীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশের অনুমান সম্ভবত ডাকাতদলের সঙ্গে ‘যুক্ত’ ছিল বাড়ির পরিচিত কেউ। সন্দেহ আরও জোরালো হয়েছে ঘোষ দম্পতির বাড়ি থেকে সোনার গয়না খোয়া যাওয়ায়। পুলিশের বক্তব্য মাত্র দু’-একদিন আগেই এই সোনার অলঙ্কারগুলি বাড়িতে রাখা হয়েছিল। ঘটনার পরে বৃদ্ধের বাড়িতে নজর রাখার জন্য এক পুলিশকর্মীকে নিযুক্ত করা হয়েছে। |