বিদুতের তার ছিঁড়ে আগুন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
|
মুচিপাড়ায় আগুন তত ক্ষণে আয়ত্তে এনেছে দমকল।
পোড়া জিনিসের মধ্যে অক্ষত কিছু মেলে কি না,
খুঁজে দেখছেন বাসিন্দারা। ছবি: বিশ্বনাথ মশান। |
বিদ্যুতের তার ছিঁড়ে দুর্গাপুরের মুচিপাড়ায় আগুন
লাগে বস্তিতে। ঘণ্টাখানেকের চেষ্টায় তা
আয়ত্তে আসে।—নিজস্ব চিত্র। |
|
বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লেগে গেল দুর্গাপুরের মুচিপাড়ার একটি কাগজের গুদামে। মঙ্গলবার দুপুরের ঘটনা। আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটে ঘরেও। পরে দমকলের একটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। দমকলের অনুমান, উচ্চ পরিবাহী বিদ্যুতের তার ছিঁড়ে সর্ট সার্কিট হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়ায় জাতীয় সড়কের পাশেই বৃদ্ধা ধনি রুইদাসের টালির চালের বাড়ি। এর একটি ঘর তিনি ভাড়া দিয়েছিলেন ইসরাইল খানকে। ইসরাইল ওই ঘরে কাগজ গাদা করে রাখতেন। এ দিন দুপুরে হঠাৎ ওই গুদামে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে ধনিদেবীর তিনটি ঘরেও। কিছু আসবাবপত্র পুড়ে যায়। আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন আসে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। সন্ধ্যায় স্থানীয় ৪ নম্বর বোরো কমিটির চেয়ারপার্সেন শেফালি চট্টোপাধ্যায় আক্রান্ত পরিবারের হাতে জামাকাপড় ও খাবারের প্যাকেট তুলে দেন।
|
দেরিতে ট্রেন, স্টেশনে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদ জানিয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কালিপাহাড়ি রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন এক দল নিত্যযাত্রী। মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ আসানসোলগামী বর্ধমান প্যাসেঞ্জার ট্রেনটি কালিপাহাড়ি স্টেশনে এসে দাঁড়াতেই ওই ট্রেনের নিত্যযাত্রীরা ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একদল যাত্রী স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখান। ট্রেনটি প্রায় ২৫ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় প্রতি দিনই দেরি করে চলছে ট্রেননি। ট্রেনের অধিকাংশ যাত্রী আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী। ফলে সময়ে কর্মস্থলে পৌঁছতে পারছেন না তাঁরা। এ দিনও ট্রেনটিকে বিভিন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় বলে তাঁদের অভিযোগ। পরে রেল কর্তৃপক্ষের তরফে ট্রেনটিকে সময়মতো চালানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন যাত্রীরা। আসানসোলের দিকে রওনা দেয় ট্রেনটি।
|
মিলল পুরনো মুদ্রা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বেশ কিছু পুরনো মুদ্রা মিলল পানাগড়ের মনোজপল্লির একটি বাড়ি থেকে। গৃহকর্তা ফনীভূষণ ভট্টাচার্য গত ৩ ডিসেম্বর ৯৪ বছর বয়সে মারা যান। মঙ্গলবার দুপুরে তাঁর ছোট ছেলে ঘর পরিস্কার করতে গিয়ে বাবার একটি বাক্স খুঁজে পান। বাক্সটি খুলে দেখা যায়, ভিতরে রয়েছে পাকিস্তান সরকারের পাসপোর্ট। সেখানে উল্লিখিত তথ্য অনুযায়ী শেষবার ১৯৫৭ সালে ফনীভূষণবাবু পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন। বাক্সের ভিতর থেকে বের হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের মুদ্রা। রূপোর মুদ্রাও মেলে। খবর ছড়াতেই এলাকার মানুষ তাঁদের বাড়িতে ভিড় জমান। পুলিশ জানায়, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
|
জল নেই আবাসনে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
আবাসনে জল না মেলার অভিযোগে ইসিএলের ছোড়া রিজিওনাল হাসপাতালে বিক্ষোভ দেখালেন হাসপাতালের কর্মীরা। হাসপাতালের সুপারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তাঁরা। বিক্ষোভকারীদের পক্ষে সন্দীপ সরকার জানান, হাসপাতালে ও কর্মী আবাসনে জল পাওয়া যাচ্ছে না। ওষুধও প্রায় দিনই মেলে না। অন্যান্য পরিষেবাও বেহাল। হাসপাতাল বন্ধ করার ষড়যন্ত্র চলছে বলে তাঁরা দাবি করেছেন। সুপার এ কে খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।
|
নতুন সেচ প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি নতুন সেচ প্রকল্পের উদ্বোধন করল বারাবনি পঞ্চায়েত সমিতি। সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী জানান, বারাবনি ব্লকের এই প্রকল্প থেকে দেড়শোটি কৃষক পরিবার উপকৃত হবেন। খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। অজয় নদে সাবমার্সিবল পাম্প বসিয়ে পাইপলাইনে করে রোশনা গ্রাম-সহ আশপাশের এলাকায় জল দেওয়া হবে। |