বালির গ্রাসে হারাচ্ছে ভুতুড়ে শহর
হিরের টানে শুধু বিভূতিভূষণের শঙ্করই পাড়ি দেয়নি আফ্রিকায়।
বালির সমুদ্রে ঢাকা পড়তে থাকা ‘ভুতুড়ে শহরের’ কঙ্কাল অন্তত সে রকম গল্পই বলছে। খানিকটা রূপকথার মতো। প্রায় একশো বছর আগে হিরের খোঁজে ভিড় জমিয়েছিলেন জার্মানির বাসিন্দারা। কোলমানস্কোপ শহরটি তাঁদেরই হাতে গড়া। কিন্তু চল্লিশ বছরেই সেখান থেকে পাততাড়ি গুটিয়ে নেন তাঁরা। পড়ে থাকে শুধু জার্মান স্থাপত্যের নিদর্শন। শতাব্দী পেরিয়ে এখনও সেখানে দাঁড়িয়ে শূন্য ঘরদোর। প্রতিনিয়ত একটু একটু করে বালিগর্ভে চলে যাওয়াই যার ভবিষ্যৎ।
কোথায় এই কোলমানস্কোপ? মানচিত্র দেখাচ্ছে আফ্রিকার নামিবিয়ার দক্ষিণ প্রান্তে ‘নামিব’ মরুভূমির মধ্যেই রয়েছে ছোট্ট শহরটি। ১৯০৮ সালে সেখানে রেলের লাইন তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে একটি পাথরের সন্ধান পেয়েছিল জাকারিয়াস লিওয়ালা নামে এক রেলকর্মী। সঙ্গে সঙ্গে পাথরটি দেখান মালিক অগাস্ট স্টচকে। অগাস্ট জানান, পাথরটি আসলে হিরেই। ব্যস, কেল্লা ফতে! হিরের লোভে ঝাঁকে ঝাঁকে জার্মানির লোকজন পাড়ি দিলেন নামিব মরুভূমিতে।
বালির স্তূপে ঢাকা পড়ে কোলমানস্কোপ।
পরের ইতিহাসটা তৈরি হল দ্রুত লয়ে। বিস্তীর্ণ মরুভূমিতেই গড়ে উঠল কোলমানস্কোপ। দেখতে, শুনতে, আকারে, প্রকারে ঠিক যেন একটা জার্মান শহর। আফ্রিকা মহাদেশে প্রথম ট্রাম চলে এখানেই। ক্রমেই সেজেগুজে উঠল এই ছোট্ট শহর।
কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরই বদলে যায় ছবিটা। বিশ্বযুদ্ধের জেরে পড়তে শুরু করে হিরের দাম। শহর ছাড়তে শুরু করেন জার্মানরা। ১৯৫৪-এর মধ্যে জনমানবহীন হয়ে পড়ে তা।
তার পর থেকে ধীরে ধীরে বালির গর্ভে চলে যেতে শুরু করেছে কোলমানস্কোপ। ইতিমধ্যেই বহু বাড়ি চলে গিয়েছে বালির তলায়। আর বাকিগুলির মধ্যেও জমতে শুরু করেছে বালি। কোনওটার বাইরের ঘর, কোনওটার শোওয়ার ঘর বালিময়। তারই মধ্যে দিয়ে হেঁটে যান পর্যটকরা। বসতিহীন হয়ে পড়লেও বাইরের দুনিয়ার কাছে ‘ঘোস্ট টাউন’-এর আকর্ষণ আজও অটুট যে।
এখন অবশ্য হিরের খোঁজ পড়ে না সেখানে। কিন্তু হিরের সঙ্গে জড়িয়ে থাকা শহরের উত্থান-পতনের ইতিহাস পরখ করতে আজও কোলমানস্কোপে পাড়ি জমান মানুষেরা।

মৃত্যুদণ্ডের আর্জি
২০১২ সালে কলোরাডোর একটি সিনেমাহলে গণহত্যায় অভিযুক্ত জেমস হোমসকে মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি জানাবেন সরকারি আইনজীবীরা। ২০১২ সালের ২০ জুলাই ব্যাটম্যানের একটি সিনেমার প্রদর্শনীর সময়ে হোমস সেখানে হামলা চালায় বলে অভিযোগ। নিহত হন ১২ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.