আজকের শিরোনাম
হাইকোর্টের দ্বারস্থ কমিশন
শেষ পর্যন্ত রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে মামলাটি দায়ের করা হয়। তবে আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় মামলাটি গৃহীত হয়নি। তবে প্রাথমিক পদ্ধতি মেনে মামলাটি তালিকাভুক্ত করণের পর আগামী কালের মধ্যেই এই মামলা দাখিল করতে চাইছে কমিশন। ক’দফায় ভোট হবে, তা নিয়ে বিবাদ একপ্রকার মিটলেও জেলা ভাগ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরকার ও কমিশন দু’পক্ষই অনড় থাকায় গত শুক্রবারই পঞ্চায়েত-সঙ্কটের আদালত যাত্রা অনিবার্য হয়ে উঠেছিল। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল বলেন, ২৬ এবং ৩০ এপ্রিল পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা খারিজ করা এবং নির্বাচনের দিন ঠিক করতে কমিশনের সঙ্গে রাজ্যকে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হবে। রাজ্যের পঞ্চায়েত আইনের ৪২ ও ৪৩ নম্বর ধারা দু’টিকে অসাংবিধানিক ঘোষণা করার আর্জি জানান হবে কমিশনের পক্ষ থেকে।
২৬ এবং ৩০ এপ্রিল পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকারের বিজ্ঞপ্তি খারিজের জন্য বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে একটি পৃথক মামলা দায়ের করেছে রাজ্য বিজেপিও।
এ দিকে নির্দিষ্ট সময়ে ভোটের দাবিতে আজ বিকেলে বিমান বসুর নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম প্রতিনিধি দল। একই দাবিতে বিকেল ৫টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবে সমাজবাদী পার্টিও।
অপর দিকে, পঞ্চায়েত ভোট নিয়ে পরবর্তী রণকৌশল ঠিক করতে আজ পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন আইনমন্ত্রী ও অ্যাডভোকেট জেনারেলও। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েত ভোট নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত রাজ্য সরকার। সব মিলিয়ে এ রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা এখন তুঙ্গে।

বিএসপি নেতা খুনে দিল্লিতে গ্রেফতার ২
২৬ মার্চ দক্ষিণ দিল্লির রাজকোরিতে নিজের খামার বাড়িতে দুষ্কৃতীর গুলিতে খুন হন বহুজন সমাজবাদী পার্টির নেতা দীপক ভরদ্বাজ। তিনি ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বিএসপি-র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। দীপকবাবুর সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কথাবার্তা বলতে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায়। এই ঘটনার ছ’ দিনের মাথায় দিল্লি পুলিশের জালে ধরা পড়ল ওই খুনের দুই মূল অভিযুক্ত পুরুষোত্তম এবং সুনিল। খামার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে আজ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। খুনের দিন ব্যবহৃত দুষ্কৃতীদের গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। এই খুনের তদন্তে নেমে নিহত দীপকবাবুর দুই ছেলে নিতেশ এবং হিতেশকে পৃথক ভাবে জেরা করেছে পুলিশ। জেরাতে দু’জনেই এই খুনের জন্য ব্যবসায়ীক শত্রুতার সম্ভাবনার কথা জানান। তবে এই খুনের পিছনে দীপকবাবুর দুই ছেলে এবং স্ত্রীও জড়িত থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

পথ দুর্ঘটনায় মৃত ২ পুলিশকর্মী
আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পার্ক স্ট্রিট-মল্লিকবাজার ক্রসিংয়ের কাছে পথ দুর্ঘটনায় মারা গেলেন ২ পুলিশ অফিসার। আহত ৩ পুলিশকর্মী-সহ ৪ জন। এঁদের মধ্যে কনস্টেবল নিতাই ঘোষের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন। জানা গিয়েছে, একটি গাড়িতে ৫ পুলিশকর্মী ও মুজফফর আহমেদ নামে এক ব্যবসায়ী খিদিরপুর থেকে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন ট্যাংরা থানার এস আই প্রবাল রায়। তাঁর পাশেই বসেছিলেন গুন্ডাদমন শাখার অফিসার গণপতি ঘোষ। মুজফফরের বক্তব্য অনুযায়ী, মল্লিকবাজারের কাছে তাঁদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। তবে ‘আচ্ছন্ন’ থাকার ফলে অপর গাড়িটিকে শনাক্ত করতে পারেনি সে। প্রত্যক্ষদর্শী এক যুবকের মতে, তীব্র গতিতে আসা পুলিশকর্মীদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটা কন্টেনারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রবাল রায় ও গণপতি ঘোষের। কন্টেনারটির খোঁজ পাওয়া যায়নি বলে দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ। তবে পুলিশসূত্রে খবর, গাড়ির আরোহীরা কেউই কর্তব্যরত অবস্থায় ছিলেন না। এমন কী গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতলও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কলেজের পরিচালন সমিতি থেকে ইস্তফা সোমানাথ চট্টোপাধ্যায়ের
শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে নিজের জেলার এক কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বীরভূমের পূর্ণিদেবী গার্লস কলেজের অকৃতকার্য ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার জন্য আজ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলে। অভিযোগের তির তৃণমূলের দিকে।

নবদ্বীপে ডাকাতি, খুন গৃহকর্তা
দুঃসাহসি ডাকাতির ঘটনা ঘটে গেল নবদ্বীপের ওলাদেবীতলার একটি বাড়িতে। গতকাল রাত আড়াইটে নাগাদ সশস্ত্র একটি ডাকাত দল হানা দেয় স্থানীয় বাসিন্দা অরুণ নন্দীর বাড়িতে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়িতে অবাধে লুঠপাঠ চালায় তারা। এর পর অরুণবাবু মোবাইল থেকে ফোন করার চেষ্টা করলে দুষ্কৃতিরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পর নগদ প্রায় দশ হাজার টাকা এবং কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। দুষ্কৃতিদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.