টুকরো খবর
জামাত নিষিদ্ধের দাবি, কোটি স্বাক্ষর ঢাকায়
একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাতে ইসলামিকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ চত্বরে সংগৃহীত এক কোটিরও বেশি সই রবিবার তুলে দেওয়া হল স্পিকারের হাতে। সংসদের স্পিকার শওকত আলির সঙ্গে এ দিন দেখা করেন শাহবাগের এক প্রতিনিধি দল। সেখানেই এক কোটি সাত হাজার সাতশো একষট্টি জনের স্বাক্ষর স্পিকারকে দেন তাঁরা। এ ব্যাপারে সরকারকে জানাবেন, শাহবাগের প্রতিনিধিদের এই আশ্বাস দিয়েছেন স্পিকার। যুদ্ধাপরাধীদের ফাঁসি জামাতকে নিষিদ্ধ করার দাবিতে ফেব্রুয়ারি থেকেই উত্তাল বাংলাদেশ। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু হয় সই সংগ্রহ অভিযান। এক মাসেই এত মানুষের সমর্থনের নজির বাংলাদেশে এই প্রথম।

দেশ ছাড়তে পারবেন না পারভেজ মুশারফ
দেশে ফেরার আগে মাথার উপর ঝুলছিল তালিবানি খাঁড়া। ফিরলেই যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হবে, সেই সম্ভবনাও ছিল পুরোদস্তুর। এ বার প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ যাতে দেশ ছাড়তে না পারেন, জারি হল সেই সতর্কতা। মুশারফের নামে বেনজির ভুট্টো হত্যা-সহ একাধিক মামলা চলছে পাক আদালতে। শনিবার সিন্ধু প্রদেশের হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া পাকিস্তান ছাড়তে পারবেন না প্রাক্তন প্রেসিডেন্ট। সেই মতো রবিবারই দেশের সব ক’টি বিমানবন্দরকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ভোটের আগে প্রচারে অংশ নিতে ২৪ মার্চ দেশে ফেরেন মুশারফ। সে সময়ই অবশ্য আগাম জামিনের ব্যবস্থা করে ফেলেন তিনি। সম্প্রতি আরও ২১ দিন বেড়েছে সেই সময়সীমা।

বিলাবলের রাগ ভাঙাতে
ছেলের রাগ কমাতে দু’দিনের সফরে দুবাই ছুটলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দলের নানা বিষয়ে বাবা-ছেলের বনিবনা হচ্ছিল না কিছু দিন ধরেই। দেশের নানা বিষয়ে দল সরব হচ্ছে না, এমন অভিযোগ করেছিলেন বিলাবল। শেষমেশ গত সপ্তাহে রাগ করেই দুবাই পাড়ি দেন বিলাবল ভুট্টো। ভোটের আগে তাদের ‘স্টার ক্যাম্পেনার’ দেশ ছাড়ায় রীতিমতো বিপাকে পড়ে পাকিস্তান পিপলস পার্টি। তাই ছেলেকে বুঝিয়ে-সুজিয়ে দেশে ফেরাতে এ বার উদ্যোগী হলেন জারদারি। যদিও আনুষ্ঠানিক ভাবে এ কথা স্বীকার করা হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র দাবি করেছেন, জারদারির দুবাই যাত্রা একান্তই ব্যক্তিগত কারণে।

লেনিনের নামে
লেনিনের নামেই একটি সরীসৃপের জীবাশ্মের নামকরণ করলেন রুশ বিজ্ঞানীরা। সম্প্রতি ইখথাইওসর নামে একটি বিরাটাকায় সামুদ্রিক সরীসৃপের জীবাশ্ম খুঁজে পান বিশেষজ্ঞরা। তার নাম দেওয়া হয়েছে ‘লেনিনিয়া স্টেলানস’। উলিআনোভস্ক স্টেট ইউনিভার্সিটির ন্যাশনাল হিস্টরি মিউজিয়ামের প্রধান গ্লেব উপেনস্কি জানালেন, মেসোজোয়িক যুগে এই প্রাণীদের দেখা মিলত। তবে এরা ডাইনোসর গোষ্ঠীর নয়। বরং টিকটিকি বা সাপের পূর্বসুরী হিসেবেই লেনিনিয়া স্টেলানসকে মনে করছেন তাঁরা। তবে সব মিলিয়ে নামকরণ নিয়ে বেশ খুশি উসপেনস্কি ও তাঁর দল।

বিবারের দুঃখ
মিউনিখ বিমানবন্দরে আটক হল জাস্টিন বিবারের পোষা বাঁদর। রবিবার বিমানবন্দরের অভিবাসন দফতরের কর্তারা বাঁদরটির ব্যাপারে উপযুক্ত কাগজপত্র পেশ করতে বলেন বছর উনিশের পপ তারকাকে। কিন্তু বিবারের কাছে কাগজ না থাকায় আটক করা হয় তাঁর প্রিয় পোষ্যটিকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, সম্প্রতি এক রেকর্ড প্রয়োজকের কাছ থেকে বাঁদরটি উপহার পান বিবার। এখন হয়তো তার জন্যই মামলা-মোকদ্দমায় জড়িতে যেতে পারেন এই পপ তারকা। এমনকী হতে পারে দশ হাজার পাউন্ড জরিমানাও।

বিস্ফোরণে মৃত্যু
ভোটের মুখে উত্তর-পশ্চিম পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন দু’জন। গুরুতর জখম ছ’জন। পাকিস্তানের আওয়ামি ন্যাশনাল পার্টির প্রার্থী আদনান ওয়াজিরকে লক্ষ্য করেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে সূত্রের খবর। বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি। কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.