যানজট, অবরোধ, তথ্য বিভ্রাটে নাকাল রাজ্যের টেট পরীক্ষা |
আজ রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট পরীক্ষা)। ৩৫ হাজার পদে আবেদনকারীর সংখ্যা ৪৫ লক্ষ। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ছ’হাজার। আজ সকাল থেকেই যানজট আর অবরোধে নাকাল রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার পরীক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়ার পথে বারাসতে ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হন তিন পরীক্ষার্থী। তার মধ্যে মাথা ফেটে গুরুতর জখম হয়েছেন এক মহিলা পরীক্ষার্থী। এই ঘটনার পর অপর্যাপ্ত ট্রেনের অভিযোগে বারাসত স্টেশনে ট্রেন অবরোধ করেন একদল পরীক্ষার্থী। বারুইপুরে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন আরও এক পরীক্ষার্থী। ঘটনার জেরে বারুইপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন একদল মানুষ। একেই পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ট্রেন, তার উপর যাত্রী বিক্ষোভের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা।
এ দিকে পর্যাপ্ত পরিমাণ বাসের অভাবে সকাল থেকেই হয়রানির সম্মুখীন হতে হয়েছে অসংখ্য পরীক্ষার্থীকে। ঝুঁকি নিয়ে বাসে ‘বাদুড়ঝোলা’ হয়ে যেতে হচ্ছে তাদের। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বর্ধমান ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় তীব্র যানজটে আটকে পড়েন বহু পরীক্ষার্থী। বহরমপুরে রাস্তা আটকে বিক্ষোভ, ভাঙচুরে সামিল হন বেশ কিছু মানুষ।
এ সবের মধ্যেই অ্যাডমিট কার্ড ও সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া ভুল তথ্যের ফলে বিভ্রান্ত হাজার হাজার পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ডে দেওয়া তথ্যের ভুলে পরীক্ষা দিতে এসে নানুরে প্রায় সাড়ে চারশো, জগদ্দলে প্রায় সাড়ে তিনশো, আলিপুরে প্রায় দেড়শো পরীক্ষার্থীকে নাকাল হতে হয়েছে। রাজ্য জুড়ে চরম দুর্ভোগ ও বিভ্রান্তির শিকার হতে হল হাজার হাজার পরীক্ষার্থীকে।
|
প্রয়াত সঙ্গীতশিল্পী সনত্ সিংহ |
প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সনত্ সিংহ। আজ সকাল ১০টা ১৫মিনিট নাগাদ হাওড়ার শ্রমজীবী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শিশুদের জন্য তাঁর লেখা অসংখ্য ছড়ার গান অত্যন্ত জনপ্রিয়। তাঁর লেখা একটি কালজয়ী গান ‘এক এককে এক, দুই এককে দুই’। পুজোর সময় প্রকাশিত এই গানটি আজও বাঙালির মনে পুজোর আমেজ এনে দেয়। তাঁর মৃত্যুতে সঙ্গীতমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য অনুরাগীদের জন্য আজ বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে মরদেহ রাখা থাকবে।
|
মাঠপুকুর-কাণ্ডে গ্রেফতার শম্ভুনাথ কাওয়ের আত্মীয় |
মাঠপুকুর-কাণ্ডে ফেরার কাউন্সিলর শম্ভুনাথ কাওয়ের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত কাউন্সিলরকে ধরতে না পারলেও পুলিশের জালে ধরা পড়েছে তাঁর আত্মীয় দেবাশিস সরকার। জিঞ্জিরাবাজার এলাকা থেকে আজ তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫৯ লক্ষ টাকা নগদ, ৫৬৬ গ্রাম সোনা এবং শম্ভুনাথ কাওয়ের বাইক উদ্ধার করেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, অভিযুক্ত কাউন্সিলরকে আত্মগোপনে এবং পালাতে সাহায্য করেন দেবাশিস সরকার। তাই দেবাশিস সরকারকে জেরা করে খোঁজ মিলতে পারে অধরা শম্ভুনাথ কাওয়ের। |