টুকরো খবর |
যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার
সংবাদসংস্থা • সোল |
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধে নামার হুমকি দিল উত্তর কোরিয়া। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয় দক্ষিণ কোরিয়া। তাদের মতে, উত্তেজনার পারদ আরও চড়ানোর চেষ্টা করছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ারও তাই মত। প্রকৃতপক্ষে ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের পরে কখনওই সঠিক অর্থে শান্তি চুক্তি হয়নি। তাই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধও শেষ হয়নি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি শিল্পাঞ্চল চালায় উত্তর কোরিয়া। সেই শিল্পাঞ্চলও বন্ধ করার হুমকি দিয়েছে তারা। তবে বন্ধুরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের কথা ভেবে উত্তর কোরিয়ার হুমকিকে উড়িয়ে দিতেও পারছে না আমেরিকা। |
করাচির স্কুলে হানা, অধ্যক্ষ হত, আহত ৬
সংবাদসংস্থা • করাচি |
পরীক্ষার ফল জানতে স্কুলে ভিড় করেছিল পড়ুয়ারা। এমন সময় দুই অজ্ঞাতপরিচয় আততায়ীর ছোড়া ‘হ্যান্ড গ্রেনেড’ ধেয়ে এল। তার পরে গুলিবৃষ্টি। শনিবার এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী রইল করাচির বলদিয়া ইত্তেহাদ শহরের এক প্রাথমিক স্কুল। পাক পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় নিহত হন ওই স্কুলের অধ্যক্ষ আব্দুর রশিদ। গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি ছয় পড়ুয়া। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা, রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গত বেশ কিছু দিন ধরেই হুমকি ফোন পাচ্ছিলেন রশিদ। এই হামলার সঙ্গে তার কোনও সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। |
তিব্বতে ধস, নিখোঁজ ৮৩
সংবাদসংস্থা • বেজিং |
শুক্রবার সাতসকালে ভয়াবহ ধসের কবলে পড়ে পার্বত্য তিব্বতের একটি সোনার খনি ও তার আশপাশের এলাকা। চিনের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে মাইঝোকুঙগ্গার কাউন্টিতে ঘটনাটি ঘটে। উদ্ধারকারী দলের অনুমান, ধসের ফলে দু’জন তিব্বতি-সহ অন্তত ৮৩ জন সোনার খনির কর্মী মাটি চাপা পড়েছেন। শুক্রবারই শুরু হয়েছে উদ্ধারকাজ। এক কর্মীর দেহও উদ্ধার হয়েছে। |
ইমরানের বিরুদ্ধে মীরা
সংবাদসংস্থা • লাহৌর |
দেশের আগামী সাধারণ নির্বাচনে ইমরান খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন পাক অভিনেত্রী মীরা। শনিবার মীরার মা শাফকত জোরা জানান, লাহৌরের নির্বাচনী কেন্দ্র থেকে মীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরানের সঙ্গে। |
মুম্বই হানা মামলায় সমন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মুম্বই হামলার মামলায় ছ’জন সাক্ষীকে সমন পাঠাল পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত। মুম্বই হামলায় অভিযুক্ত সাত জনের বিচার চলছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। যে সাক্ষীদের তলব করা হয়েছে তাদের কাছ থেকে অভিযুক্ত সাত জন একটি নৌকো, ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম কিনেছিল বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার সদস্যরা। |
সাক্ষীকে সমন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মুম্বই হামলার মামলায় ছ’জন সাক্ষীকে সমন পাঠাল পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত। মুম্বই হামলায় অভিযুক্ত সাত জনের বিচার চলছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। যে সাক্ষীদের তলব করা হয়েছে তাদের কাছ থেকে অভিযুক্ত সাত জন একটি নৌকো, ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম কিনেছিল বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার সদস্যরা। |
‘অসন্তুষ্ট’ মুশারফ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
বিচারপতি মুশির আলমের ব্যবহারে মোটেও সন্তুষ্ট নন পারভেজ মুশারফ। তাঁর দাবি, আগাম জামিন পেতে যে সব বিচারবিভাগীয় পদ্ধতির সম্মুখীন হতে হয়েছে তাতে তিনি অপমানিত বোধ করছেন। |
জামাত নেতা ধৃত
সংবাদসংস্থা • ঢাকা |
জামাতে ইসলামির দুই নেতা-সহ ১২ জনকে গ্রেফতার করল ঢাকার গোয়েন্দা পুলিশ। ওই চার পাকিস্তানি জঙ্গি সংগঠন হুজি-র সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে প্রচুর জাল ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে। |
|