রং খেলার পরে দামোদর নদে স্নান করার সময়ে বিবাদে জড়িয়ে পড়ল দুই পাড়ার কিছু যুবক। পরে সেই ঘটনাই দুই পাড়ার মধ্যে বড় মাপের বিবাদের চেহারা নিল। দু’পক্ষের মারামারিতে আহত হলেন দশ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিতুড়িয়ার শালতোড় পঞ্চায়েতের পারবেলিয়ায়। পুলিশ সূত্রের খবর, পারবেলিয়ার আট নম্বর ও হিজুলি তুরিপাড়ার কয়েক জন স্নান করতে যান। সেখানে তুরিপাড়ার বাসিন্দা তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতির ভাইপো সুমিত তুরির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আট নম্বর এলাকার কয়েক জন যুবক। প্রথমে অন্য বাসিন্দাদের মধ্যস্থতায় মিটমাট হলেও অভিযোগ সন্ধ্যায় আট নম্বর এলাকার বাসিন্দাদের একাংশ চড়াও হয় তুরিপাড়ার লোকেদের উপরে। আট নম্বরের বাসিন্দাদের পাল্টা দাবি, তুরিপাড়ার লোকজনই তাঁদের উপরে চড়াও হয়ে মারধর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। রাতভর পুলিশ টহল দিয়েছে দুই পাড়াতেই। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে প্রথমে মৌখিক অভিযোগ করেছিল। পরে তুরিপাড়ার তরফে ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কলেজ ছাত্রের। বৃহস্পতিবার রাতে পুরুলিয়া মফস্সল থানার লাগদা গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতেরা হলেন শুভজিৎ মৈত্র (২২) ও অর্ঘ্যকমল মুখোপাধ্যায় (২৫)। জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ের ওই দুই ছাত্রের বাড়ি পুরুলিয়া শহরে। শুভজিৎ ওই কলেজের টিএমসিপি-র ছাত্রনেতা ছিলেন। বৃহস্পতিবার রাতে চাষমোড়ের দিক থেকে একটি গাড়িতে তাঁরা পুরুলিয়া আসার সময় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সতর্কীকরণ বোর্ড ও গাছে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো যায়নি। শুক্রবার দুই ছাত্রের দেহ ঘিরে পুরুলিয়ার মর্গে কলেজ পড়ুয়ারা ভিড় করেন।
|
বেতন বৃদ্ধি নিয়ে নিজেদের অসন্তোষ ব্যক্ত করে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেন পুরুলিয়ায় একশো দিনের কাজের প্রকল্পে কর্মরত জেলাস্তরের বাস্তুকারেরা। তাঁদের অভিযোগ, আগামী এপ্রিল থেকে তাঁদের যে নতুন বেতন হার ঠিক করা হয়েছে, তাতে রাজ্যস্তরের সঙ্গে জেলাস্তরের বেতন বৃদ্ধিতে বিস্তর ফারাক রয়েছে। দু’একটি ব্যতিক্রম বাদ দিলে জেলাস্তরের চেয়ে রাজ্যস্তরে অনেক বেশি বেতন বৃদ্ধি হয়েছে। সাড়া না পেলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।
|
নিহত তৃণমূল নেতা শশীভূষণপ্রসাদ যাদবের স্মরণে শুক্রবার মৌনীমিছিল ও মোমবাতি মিছিল হল নিতুড়িয়ায়। বিকেলে দলের তরফে মৌনীমিছিল হয় পারবেলিয়ায়। সড়বড়িতে মোমবাতি নিয়ে মিছিল করেন কর্মী-সমর্থকেরা। তিন বছর আগে পারবেলিয়ায় খুন হন নিতুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি শশীভূষণবাবু। প্রথমে পুলিশ তদন্ত করে খুনের ঘটনায় জড়িত অভিযোগ ১৩ জনকে গ্রেফতার করে। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে তদন্তভার নিয়েছে সিআইডি।
|
শ্বশুরবাড়িতে মিলল বধূর ঝুলন্ত দেহ। পাড়া থানার পড়াশিনি গ্রামে বৃহস্পতিবার দুপুরের ঘটনা। মৃতার নাম জ্যোৎস্না মাহাতো (১৯)। তাঁর স্বামী, পেশায় চাষি বিজয় মাহাতোর দাবি, বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়িতে কেউ ছিলেন না। পরে বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। এক বছর আগে বিয়ে হয়েছিল বিজয়-জোৎস্নার। ফলে ময়নাতদন্তে পাঠানোর আগে দেহের ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল হয়েছে। |