গলায় এক রাশ অনুযোগের সুর।
“ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে সম্পর্কের সেতু বাঁধতে সঙ্গীতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া রামিজ রাজা ভারতে ধারাভাষ্য দিচ্ছেন, ওয়াসিম আক্রম এসেছেন কেকেআর-এ। অথচ সম্পর্কের উন্নতি হলে তার পুরো কৃতিত্বই নেন রাজনীতিবিদ-আমলারা।” কেন এমন হবে, প্রশ্ন ওয়াজি-র।
ওয়াজি ফারুকি। পাকিস্তানের রক ব্যান্ড ‘রেথ’ এর লিড ভোকালিস্ট। তবে কূটনৈতিক সম্পর্কে ছন্দপতন হলেও সুর কাটেনি সঙ্গীতে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান গেয়ে গেলেন ওঁরা। কাশ্মীরে তিন কন্যার ব্যান্ড ‘প্রগাশ’ বন্ধ করে দেওয়ার ঘটনার প্রতিবাদও করলেন। বললেন, “তিনটি মেয়ের গান গাওয়ার মধ্যে আমি তো আপত্তির কিছু দেখি না।”
২৬/১১-র পরে ভারত পাকিস্তানের মধ্যে খেলাধুলো প্রায় বন্ধ হতে বসেছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করার মুখেই আফজল গুরু এবং কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হানা দু’দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে জটিলতা বাড়িয়েছে। দীর্ঘ সাত বছর পর আগামী এপ্রিলে দু’দেশের হকি দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ই মার্চ কেন্দ্রের তরফে বাতিল করা হয়েছে সেই সিরিজ। কড়াকড়ি হচ্ছে ভিসা নীতিতেও। কিন্তু যাদবপুরে গান গাইতে আসার সময় সে সব মনে রাখেননি ওয়াজি-রা। |
ওয়াজি এবং ব্যান্ডের গিটারিস্ট সানি ঘনশ্যাম দু’জনেই জানালেন, “কলেজে পারফর্ম করার সময় দর্শকাসনে কোনও ফারাক চোখে পড়ে না। সেই ক্যাম্পাস পাকিস্তানেরই হোক বা ভারতের। সেই একই উন্মাদনা, সেই একই ভালবাসার প্রকাশ, যা মুছে দেয় মানচিত্রের ফারাক।” পাকিস্তানি ব্যান্ড বা সঙ্গীতশিল্পীদের ভারতের মাটিতে পারফর্ম করাটা অবশ্য নতুন কিছু নয়। বলিউডের সঙ্গে পাকিস্তানের শিল্পীদের সম্পর্ক সর্বজনবিদিত। মেহেদি হাসান, নূসরত ফতে আলি খান থেকে অধুনা আতিফ আসলাম, রাহত ফতে আলি খান বা শফাকত আমানত আলি তালিকাটা দীর্ঘ। আর বলিউডের পরিধির বাইরে দু’দেশের যোগাযোগের আরেকটি মঞ্চ হল কলেজ ফেস্ট।
এর আগে একাধিক বার যাদবপুরে বিভিন্ন সেমিনার-অনুষ্ঠানে এসে গান শুনিয়েছেন পাকিস্তানের ‘লাল’ ব্যান্ডের শিল্পী তথা বামপন্থী রাজনীতিক তৈমুর রহমান। ওয়াজি জানালেন, গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়া ট্যুরে ‘রেথ’ পারফর্ম করেছে উত্তর ও পশ্চিম ভারতের বহু কলেজে। পশ্চিমবঙ্গেই বাঁকুড়া, কোলাঘাট, মেদিনীপুর থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি কোথায় যাননি তাঁরা! “হিন্দি বা উর্দুতে ‘রেথ’-এর অর্থ বালি। বালি যেমন মুঠোয় আটকে রাখা যায় না তেমনি বাঁধা যায় না সঙ্গীতকেও। তা ঠিক বয়ে চলে নদীর মতো। আপন খেয়ালে,” বললেন ওয়াজি আর সানি। ব্যান্ডের নামের মধ্যেই লুকিয়ে থাকা সীমা ভাঙার এই আহ্বানই সত্যি হয়ে উঠল, যখন এ আর রহমানের ‘মা তুঝে সালাম’ গেয়ে অনুষ্ঠান শেষ করল ‘রেথ’। যাদবপুরের কলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রণদীপ চৌধুরীও উত্তেজিত। “প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওঠাপড়া থাকলেও সাংস্কৃতিক আদানপ্রদান কখনওই বন্ধ হওয়া উচিত নয়। সুযোগ পেলে আরও বেশি করে প্রতিবেশী দেশের শিল্পীদের নিয়ে আসতে চাই।”
|
অবৈধ পর্যটন ব্যবসা চালানোর অভিযোগে গুড়গাঁও জেলা প্রশাসনের তরফে সিল করে দেওয়া হল গায়ক মিকা সিংহের খামারবাড়ি। প্রশাসনের তরফে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বাড়িটির বিদ্যুৎ সংযোগ। জানানো হয়েছে, ফের অবৈধ ব্যবসা শুরু হলে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করা হবে।
|
মুম্বইয়ের এক অনুষ্ঠানে শিল্পা শেট্টি। ছবি: পিটিআই। |