আজকের শিরোনাম
গুরুতর আহত ক্রিকেটার জেসি রাইডার
মাথায় ও ফুসফুসে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হল নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারকে। পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে ক্রাইস্টচার্চের আইকম্যানস নাইটক্লাবে দু’ তিনজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরে তা মারামারির আকার নেয়। সেই সময় রাইডার মাথায় ও ফুসফুসে গুরুতর আঘাত পান। এই মুহূর্তে তিনি আইসিইউতে ভর্তি আছেন।

শ্যুটিংয়ে ফিরলেন সঞ্জয় দত্ত
আত্মসমর্পণ করার আগেই যতটা সম্ভব বেশি কাজ শেষ করতে চান— তাই আজ সকাল থেকেই ‘পুলিশগিরি’ ও ‘জঞ্জির’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন অভিনেতা সঞ্জয় দত্ত। এই মুহূর্তে যে ক’জন অভিনেতা একক দক্ষতায় দর্শকদের সিনেমা হলে টানতে পারেন, ‘মুন্নাভাই’ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর উপর প্রায় ২৬০ কোটি টাকার লগ্নি করেছেন প্রযোজকরা। তাঁরা যাতে ক্ষতির মুখে না পড়েন সে জন্যই আত্মসমর্পণ করার আগে কাজ যতটা সম্ভব শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়। তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, যে ক্ষমা প্রার্থনা করে কোনও আবেদন তিনি করবেন না।

সাইবার আক্রমণে বিধ্বস্ত ইন্টারনেট পরিষেবা
এখন পর্যন্ত সব থেকে বড় সাইবার আক্রমণে গত কাল থেকে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বেহাল হয়ে পড়ল। কুখ্যাত সাইট থেকে ‘স্প্যাম’ আটকানোর জন্য ‘স্প্যামহস’ নামে যে সার্ভারটি রয়েছে সেটাই আক্রমণের মূল লক্ষ্য। ফলে ইন্টানেটে স্প্যামের পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবার বেহাল অবস্থা। বিষয়টি নজরে আসতেই গুগল-সহ অন্যান্য সাইটগুলি ‘স্প্যামহস’ ফের চালু করতে উদ্যোগী হয়েছে।

প্রাক্তন টিএমসিপি নেত্রীর রহস্যমৃত্যু
গত কাল সকালে বিমানবন্দরের কাছে একটি বহুতল থেকে এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম পিয়ালি মুখোপাধ্যায়। পেশায় আইনজীবী ওই মহিলা টিএমসিপির প্রাক্তন নেত্রী। সম্প্রতি তিনি ব্যাঙ্কশাল কোর্টে প্রাক্টিসও শুরু করেছিলেন। তাঁর বাড়ি বর্ধমানের গোলাপবাগে। কর্মসূত্র তিনি একাই ওই বহুতলের একটি ফ্ল্যাটে থাকতেন। মাঝে মাঝে আত্মীয়রা এসে তাঁর কাছে থাকতেন। গত কাল বর্ধমান থেকে তাঁর আত্মীয়রা এসে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আত্মীয়রা জানিয়েছেন, কোনও এক তৃণমূল কর্মী ফোন করে পিয়ালির মৃত্যু সংবাদ দেন তাঁদের। কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও কি ভাবে মৃত্যুর খবর জানলেন ওই ব্যক্তি, এই প্রশ্ন তুলেছেন মৃতার আত্মীয়রা। তাঁরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.