সফরের ক্লান্তি, সবুজ উইকেটব্যাটে-বলে ঝড় উঠলে যে এ সব কোনও সমস্যাই নয়, ক্রিকেট মাঠের এই সত্যিটা আরও এক বার প্রমাণ করে দিল বাংলা। লক্ষ্মীরতন শুক্লর ২৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার সিক্সের প্রথম ম্যাচ চার রানে জিতল বাংলা। ১৪৯ তাড়া করতে নেমে বরোদা ১৪৫-এ শেষ। সায়নশেখর মণ্ডল (৩-১৯), সামি আহমেদ (২-২৬), ও সঞ্জীব সান্যালের (২-২০) দাপটে বরোদার শেষরক্ষা হল না। তবে খেলার আগে ফিল্ডিং প্র্যাক্টিসে হাত ফেটে রক্তারক্তি ঘটে ওপেনার অভিষেক দাসের। ফলে তাঁকে খেলানো যায়নি। বরোদা অধিনায়ক অম্বাতি রায়ডু টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠানোর পর শুরুটা ভাল করেন দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী (৪৮) ও শুভময় দাস (২৮)। ১০ ওভারে ৬৭ রান তুলে শুভময় আউট হওয়ার পর ঋদ্ধিমান সাহা ১ করে ফিরে যান। যে গতিটা ছিল না বাংলার ইনিংসে, সেটা আনেন লক্ষ্মী। পাঁচটা ছয় ও দু’টি বাউন্ডারি মারেন বাংলা অধিনায়ক। পরে ইনদওর থেকে ফোনে লক্ষ্মীরতন বললেন, “উইকেটটা সবুজ হলেও বেশ শক্ত। তাই স্ট্রোক নিতে অসুবিধা হয়নি। ঠিক করেই নিয়েছিলাম, ওদের বোলারদের বেশি বাড়তে দেওয়া যাবে না।” আজ, বুধবারই বাংলার পরের ম্যাচ উত্তরপ্রদেশের বিরুদ্ধে।
|
কুঁচকির চোটে আইপিএলের শুরুতে অনিশ্চিত হয়ে পড়লেন বাংলার পেসার বীরপ্রতাপ সিংহ। আসন্ন আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্স টিমে রয়েছেন বীরপ্রতাপ। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলার সময় কর্নাটক ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন বীর। যা এখনও সারেনি। আজ, বুধবার হায়দরাবাদ রওনা হচ্ছেন বাংলা পেসার। সানরাইজার্স টিমের ফিজিও প্রথমে তাঁর ফিটনেস টেস্ট নেবেন। যা খবর, তাঁর সেরে উঠতে সপ্তাহ দু’য়েক লাগতে পারে। বীরপ্রতাপ নিজেও বললেন, “আগের চেয়ে অবস্থা এখন অনেক ভাল। কিন্তু এনসিএ-তে যেতে হবে কি না, সেটা হায়দরাবাদ গেলে বোঝা যাবে।”
|
কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য সরতে পারে বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় আইপিএল সিক্সের দুটো ম্যাচ। ৪ ও ৬ মে যথাক্রমে কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুটো হোম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ৫ থেকে ৮ মে রাজ্যে নির্বাচন থাকায় ওই দু’দিন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না। তাই ম্যাচ-কেন্দ্র সরানো বা ম্যাচের তারিখ পাল্টানো এর মধ্যে কোনও একটা সিদ্ধান্ত নেবে আইপিএল কাউন্সিল।
|
মায়ামি মার্স্টাসে ভারতীয় পুরুষ ও মেয়ে টেনিস প্লেয়ারদের মধ্যে একমাত্র টিকে আছেন সানিয়া মির্জা। সোমদেব সিঙ্গলস থেকে এবং লিয়েন্ডার, মহেশ ডাবলস থেকে বিদায় নেওয়ার পর গত রাতে রোহন বোপান্না ও তাঁর মার্কিন সঙ্গী রাজীব রাম-ও দ্বিতীয় রাউন্ডে হারেন গ্র্যানোলার্স-লোপেজের কাছে ৪-৬, ৬-৭ (৫-৭)। তবে মেয়েদের ডাবলসে সপ্তম বাছাই ইন্দো-মার্কিন জুটি সানিয়া-বেথানি মাটেক কোয়ার্টার ফাইনাল পৌঁছলেন। সানিয়ারা দ্বিতীয় রাউন্ডে সুপার টাইব্রেকে ৬-১, ৩-৬, ১০-৭ হারান গাডোসোভা-লিসিস্কিকে। সানিয়ারা শীর্ষ বাছাই সারা ইরানি-রবার্তা ভিঞ্চির সামনে।
|
পর্বতারোহনকে জনপ্রিয় করতে অভিযাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া, আরোহন ক্লাবগুলিকে উৎসাহ দেওয়ার মতো একাধিক পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে এ কথা জানান যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এ বছর পাঁচ জন অভিযাত্রীকে এভারেস্ট বিজয়ে যাওয়ার জন্য ৫ লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে সরকার। এঁরা হলেন উজ্জ্বল রায়, ছন্দা গায়েন, টুসি দাস, দেবাশিস নন্দী ও মণিদীপা দত্ত। ছন্দা ও টুসি এ দিন মহাকরণে মন্ত্রীর হাত থেকে চেক নেন। ২৯ বছরের টুসি দমদম শ্যামনগরের বাজারে ডিম বিক্রি করেন। হাওড়ায় একটি ছোট দোকান চালান বছর ত্রিশের ছন্দা। অরূপবাবু বলেন, “তিপান্নতে প্রথম এভারেস্ট বিজয়ের পর এখন পর্যন্ত এ রাজ্য থেকে আর মাত্র ৬ জন ওই শৃঙ্গ জয় করেছেন। আমরা পর্বতারোহনকে আরও জনপ্রিয় করতে চাই।” মন্ত্রী জানান, পর্বতারোহীদের তোলা ছবি নিয়ে স্কুল-কলেজে নিয়মিত প্রদর্শনী আয়োজন করা হবে।
|
সিএবি অনূর্ধ্ব ১৪ অম্বর রায় সাব জুনিয়রের সেমিফাইনালে সোনারপুর স্পোর্টিং ইউনিয়নকে ৭৮ রানে হারিয়ে ফাইনালে উঠল মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি। ৪০ ওভার ম্যাচে বাসু তিওয়ারি (৭৩) ও ঐশ্বিক পটেলের (৭১) ব্যাটিং মেনল্যান্ড সম্বরণকে পৌঁছে দেয় ২৩৬-৫ স্কোরে। জবাবে সোনারপুর ১৫৮-৯। সাগর মণ্ডল ৪ উইকেট। |