টুকরো খবর
ছাত্রীকে কামড়, ধৃত অটোচালক
হাতাহাতি, চড়থাপ্পড়, শ্লীলতাহানি তো ছিলই। অটোরিকশার দৌরাত্ম্যের তালিকায় এ বার ঢুকে পড়ল যাত্রীকে কামড়ে দেওয়াটাও! তরুণী যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগও উঠেছে। শ্লীলতাহানির অভিযোগে ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক এলাকার সন্তোষপুর থার্ড লেনে। পুলিশ জানায়, বছর কুড়ির এক ছাত্রী ভাড়া মেটাতে নোট দিয়েছিলেন। অটোচালক দাবি করে, খুচরো দিতে হবে। ছাত্রীটি জানান, তাঁর কাছে খুচরো নেই। এই নিয়ে বচসা বাধে। অটোচালক কটূক্তি করতে থাকে। অশালীন আচরণ করে। প্রতিবাদ করায় সে তরুণীর হাত কামড়ে দেয় বলে অভিযোগ।

খসল চাঙড়, বাঁচলেন মন্ত্রী
বরাতজোরে: শৌচাগারে খসল চাঙড়। মহাকরণে অল্পের জন্য রক্ষা মন্ত্রীর।
কামরা সংলগ্ন বাথরুমে গিয়েছিলেন। আচমকাই খসে পড়ল সিলিংয়ের চাঙড়। কোনও ক্রমে বাঁচলেন অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী উপেন বিশ্বাস। তড়িঘড়ি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের ডেকে পরীক্ষা করে শুরু হয়েছে মেরামতি। সোমবার রোজের মতোই মহাকরণে তিনতলায় নিজের চেম্বারে যান উপেনবাবু। বৈঠকও করেন। দুপুরে বাথরুমে হাত ধুতে যেতেই বিপত্তি। মঙ্গলবার মহাকরণে আসেননি মন্ত্রী। বিকেলে তাঁর চেম্বারে গিয়ে দেখা যায়, বাঁশ বেঁধে মেরামতি চলছে। উপেনবাবু বলেন, “ছাদের কিছু অংশ খসে পড়েছে। মেরামতি চলছে। তাই অন্য অফিসে বসে কাজ করছি।” অন্য মন্ত্রী-আমলাদের ঘরের অবস্থা খতিয়ে দেখছে পূর্ত দফতর।

পিঙ্কির জোড়া মোটরবাইক চুরি
বাড়ির গলি থেকেই প্রাক্তন অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের দু’টি মোটরবাইক চুরি গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তেঘরিয়ার বিদিশাপল্লিতে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। তিনি জানান, সোমবার রাত ৯টা নাগাদ অফিস থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরেন তিনি। প্রতিদিনের মতোই বাইকটি বাড়ির লাগোয়া গলিতে রাখেন। সেখানে তাঁর অন্য মোটরবাইকটিও ছিল। মঙ্গলবার সকালে তাঁর মা জানান, দু’টো মোটরবাইকই উধাও। পিঙ্কি বলেন, “গত পাঁচ বছর আমি ওগুলো গলিতেই রাখছি। কখনও এমন হয়নি।”

দুর্ঘটনায় জখম ৩
কলকাতার বিভিন্ন প্রান্তে মঙ্গলবার তিনটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। পুলিশ জানায়, রুবি মোড়ে একটি গাড়ি নীলাদ্রিচন্দ্র সাহা নামে এক প্রৌঢ়কে ধাক্কা মারে। কালীঘাট ট্রাম ডিপোর কাছে সরকারি বাসের ধাক্কায় জখম হন পলাশ পদ্মলোচন দাস নামে এক প্রৌঢ়। যাদবপুরে একটি মোটরবাইকের ধাক্কায় আহত হন পদ্মা সরকার নামে এক মহিলা। তিন জনই হাসপাতালে ভর্তি।

১০ বছরে শাস্তি
দশ বছর আগের এক খুনের মামলায় শাস্তি হল এত দিনে। পুলিশ জানায়, ২০০২ সালে নিউ আলিপুরে মনোরমা কুণ্ডু নামে এক বৃদ্ধা খুন হন। মঙ্গলবার সেই মামলায় বিভাস মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিউ আলিপুরের একটি মিষ্টির দোকানের চুরির ঘটনায় শেখ রহিদ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

ঝুলন্ত দেহ
বাগুইআটির একটি বাড়িতে এক মহিলার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে রবীন্দ্রপল্লি এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম সুতপা বিশ্বাস (২৯)। এটি আত্মহত্যা বলেই পুলিশের অনুমান।

মেট্রো পরিষেবা
আজ দোল। মেট্রো চলবে অন্যান্য ছুটির দিনের মতোই। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ২টোর বদলে ২টো ৪৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.