পর্দায় শাস্ত্রী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
খুব শিগ্গিরই পর্দায় আসতে চলেছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী। মিলন অজমেরা পরিচালিত ছবিটির নাম “জয় জওয়ান জয় কিষাণ”। পরিচালক জানিয়েছেন, নামভূমিকায় অভিনয় করবেন ৪৯ বছরের নাট্য শিল্পী অখিলেশ জৈন।
|
সঞ্জয়ের পাশে
সংবাদসংস্থা • মুম্বই |
সঞ্জয় দত্তের সাজা মকুবের দাবিতে এ বার মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করানারায়ণনের কাছে আবেদন জানালেন প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিংহ, ও রামপুরের সাংসদ জয়া প্রদা। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে বান্দ্রায় সঞ্জয় দত্তের বাসভবনেও গিয়েছিলেন তাঁরা।
|
মিনার্ভা রেপার্টরির নাট্যকর্মীদের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। মঙ্গলবার নতুন করে চুক্তির ভিত্তিতে ২০ জন নাট্যকর্মীকে নেওয়ার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী তথা মিনার্ভা রেপার্টরির সদস্য কমিটির চেয়ারম্যান ব্রাত্য বসু। মিনার্ভা হলে এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, বিভিন্ন জেলায় কর্মশালা করে নাট্যকর্মী নির্বাচন করা হবে। রেপার্টরির পুরনো অভিনেতারাও নতুন করে আবেদন জানাতে পারেন। নির্বাচিত হলে প্রত্যেককে মাসিক ১৫ হাজার টাকা বেতনে তিন বছরের জন্য রাখা হবে। মিনার্ভা রেপার্টরির বড় প্রযোজনা তিনটি। দেবেশ চট্টোপাধ্যায়ের ‘দেবী সর্পমস্তা’, সুমন মুখোপাধ্যায়ের ‘রাজা লিয়র’ এবং কৌশিক চট্টোপাধ্যায়ের ‘চন্দ্রগুপ্ত।’ রয়েছে দু’টি ছোট প্রযোজনাও। মন্ত্রী জানান, প্রতিটি প্রযোজনাই চলবে। তবে অভিনেতা-অভিনেত্রীরা হয়তো বদলে যাবেন।
|
কেরামতি |
|
মুম্বইয়ে এক ফ্যাশন শোয়ে প্রভু দেবা। ছবি: এপি। |
|