সিউড়ি ও ময়ূরেশ্বরের পরে এ বার পরীক্ষাকেন্দ্র নিয়ে সমস্যা তৈরি হয়েছে সাঁইথিয়ায়ও। সাঁইথিয়ার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমব্রত মুখোপাধ্যায় বলেন, “৩১ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। অথচ ওয়েবসাইটে কেন্দ্রের নাম দেখাচ্ছে মাধাইপুর পল্লিমঙ্গল বিদ্যালয় ও থানা লাভপুর। কিন্তু ওই থানা এলাকায় ওই নামে কোনও স্কুল নেই। রয়েছে রাজনগরে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজা ঘোষ বলেন, “সম্ভবত টাইপের সময়ে ভুল হয়েছে। দু’এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।”
|
তদন্তে ফরেন্সিক দল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
চুরির ঘটনার দু’দিন পরে বিশ্বভারতীর কেন্দ্রীয় দফতরে তদন্তে এলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞেরা। সোমবার কলকাতা এফএসএল-এর ডিরেক্টর সুশান্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের দল কেন্দ্রীয় দফতরের দু’টি ঘর থেকে নমুনা সংগ্রহ করেন। |