‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’। আর বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে কার না মন চায়?
বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাই মেতে উঠেছিলেন বসন্তের রঙে নিজেদের রাঙাতে। বিএসএফ ক্যাম্প
মোড়ে মঙ্গলবার সকাল ৮টায় দোলের একদিন আগেই শুরু হয়ে যায় উত্সব। আবির ও রঙের যুগলবন্দিতে শিল্পী
অজয় দাসের হাতে রাস্তায় ফুটে উঠল একতারা, পাশে কয়েকটি হাত। ফুটে উঠল শিল্পীর ভাবনায় ‘বসন্ত উত্সবের
মধ্যে দিয়ে বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্য।’ রাজনৈতিক নেতা, আইনজীবী থেকে উপস্থিত ছিলেন শিল্পী-সাহিত্যিকেরা।
তাঁদের সঙ্গে সঙ্গে শ’তিনেক মানুষ হাঁটলেন দোলের পদযাত্রায়। আবির খেলার পর নৃত্য-সঙ্গীতে তৈরি হল
এক অন্য আবহ। একটুকরো শান্তিনিকেতন যেন উঠে এসেছিল এ দিন বনগাঁয়। ছবি: পার্থসারথি নন্দী।
|
প্রবল গরমে এই আমেজে ব্যাঘাত তো ঘটবেই। —নিজস্ব চিত্র।
|
শুধু রং-পিচকারিতে মন ভরে না। চাই রকমারি টুপিও। —নিজস্ব চিত্র। |
স্কুল থেকে বেরিয়েই রঙের বাজারে। উলুবেড়িয়ায় ছবিটি তুলেছেন সুব্রত জানা। |