এক বছর আগের মায়াবী রাতও তাঁর জীবন বিশেষ পাল্টায়নি।
টিমকে আইপিএল ফাইনাল জিতিয়েছেন। ভারতীয় ক্রিকেটের আকাশে জন্ম হয়েছে এক অসম্ভব মারকুটে উইকেটকিপার-ব্যাটসম্যানের। যিনি টিমের হয়ে ওপেনও করেন। কিন্তু তাতে আর জীবন সে ভাবে বদলাল কই?
রবিচন্দ্রন অশ্বিনরা আইপিএল নামক সিঁড়িকে ব্যবহার করে, প্রথমে ওয়ান ডে তার পর টেস্ট টিমে ঢুকে পড়েছেন।
মনবিন্দর বিসলা আইপিএল ফাইনাল একার হাতে জেতালে কী হবে, নিজের রাজ্য টিমে আজও ডাক পাননি। হরিয়ানার ছেলে। কিন্তু হরিয়ানাতেই ব্রাত্য। এক বছর আগে যা ছিল, এখনও তাই।
শুনলে আশ্চর্য লাগবে। কে ভুলেছে, ২৭ মে ২০১২? কে ভুলেছে গত বছর চিপকের আইপিএল ফাইনালে তাঁর ৪৮ বলে ৮৯ রানের দুর্ধর্ষ ইনিংস? যা নিয়ে চাপা দুঃখ আছে। কিছুটা হতাশাও। এক বছর পর ফের আইপিএল গ্রহে প্রত্যাবর্তন। আবার কেকেআরের জার্সিতে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে। তবু রাজ্য দলের জার্সি না পাওয়ার হতাশা কাজ করে যখন আইপিএল ফাইভ ফাইনালের নায়ক বলেন, “আমি নিজেকে শুধু টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট বলে মনে করি না। টি-টোয়েন্টি পছন্দ করি ঠিক। কিন্তু সব ধরনের ক্রিকেট খেলার জন্যই আমি পরিশ্রম করি।”
এমনকী বিসলা চিপকের সেই স্বপ্নের ফাইনালও ভুলতে চান! |
মঙ্গলবার থেকে ইডেনে শিবির শুরু হয়ে গেল আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন কেকেআরের। বিসলা ছাড়া বিশেষ পরিচিত কেউ এসে পৌঁছননি। জানা গেল, জাক কালিস, ব্রেট লি, সুনীল নারিনদের শহরে ঢুকতে ঢুকতে ৩১ মার্চ বা ১ এপ্রিল। অধিনায়ক গৌতম গম্ভীরও আসবেন ওই সময়ে। কোচ ট্রেভর বেলিস এসে গিয়েছেন। বেলিসের অন্যতম ব্যাটিং-অস্ত্র বিসলা এ দিন প্র্যাক্টিস শেষে বলছিলেন, “চিপকের ফাইনাল নিয়ে আর ভাবছি না। অতীত নিয়ে ভেবে কী হবে? বরং ও সব ভুলে সামনে কী করা যায়, সেটা নিয়ে ভাবা ভাল। যে পারফরম্যান্সটা গত বার আমরা করেছি, আবার সেটা রিপিট করতে হবে।”
কিন্তু চ্যাম্পিয়নের তাজ ধরে রাখার চাপ কতটা?“চাপের কথা কেন ভাবব? বরং চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাসটা কোথায় থাকবে, সে ভাবে দেখা ভাল। ঘটনাও তাই। আমরা জানি যে গত বার আমরা চ্যাম্পিয়ন। আত্মবিশ্বাসটাও চ্যাম্পিয়নেরই আছে,” বলে দিচ্ছেন বিসলা। আইপিএল সিক্স অভিযানের ব্লু প্রিন্ট কেমন দাঁড়াচ্ছে? এ বার বিসলার জবাব, “সবে আজ প্র্যাক্টিস শুরু হল। সময় যথেষ্ট আছে নিজেদের গুছিয়ে নেওয়ার। প্রথম ম্যাচের দু’-তিন দিন আগে সেটা নিয়ে ভাবব। আর হ্যাঁ, খুব বেশি চেষ্টা করতে যাব না!” |