একশো দিনের কাজর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই সুপারভাইজার তথা তৃণমূল নেতাকে বরখাস্ত করল ব্লক প্রশাসন।
মঙ্গলবার গোঘাট ১ ব্লকের ভাদুর পঞ্চায়েতের এই ঘটনায় প্রকল্পের সুপারভাইজার রাজীব ঘোষ ও সৌমেন ঘোষকে মঙ্গলবারই লিখিত ভাবে সে কথা জানিয়েছে প্রশাসন। তাঁদের জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে তছরুপের ১৬ হাজার টাকা এবং জরিমানা বাবদ আরও ২১ হাজার টাকা পঞ্চায়েত জমা করতে হবে। না হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোঘাট ১ বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে গত ২২ মার্চ তদন্ত হয়। গরমিলের অভিযোগ প্রমাণ হওয়ায় প্রশাসনিক পদক্ষেপ হল।” তদন্তকারী দলে বিডিও নিজেও ছিলেন।
পঞ্চায়েত ও স্থানীয় সূত্রের খবর, ভাদুর পঞ্চায়েতের বাদেশ্বর গ্রামে হুড়হুড়ে পুকুর সংস্কারের জন্য ২০১১-১২ আর্থিক বছরে কাজ শুরু হয়। পুকুর ঘাট নির্মাণ-সহ বেশ কিছু কাজ না হলেও সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ওই দুই সুপারভাইজারের বিরুদ্ধে। তাঁরা গ্রামের তৃণমূল নেতাও। ওই দু’জনের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে। টাকা নয়ছয় হয়নি। গোঘাটের তৃণমূল নেতা প্রদীপ রায় অবশ্য বলেন, “ওই ছেলেরা খুব খারাপ করেছে। প্রশাসন ব্যবস্থা নিক, তা আমরাও চেয়েছি। যে দলেরই লোক হোক, কোনও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।” |