টুকরো খবর
পেট্রোল পাম্পে হানা, গুলি
অসম-রাজ্য সীমানায় একটি পেট্রোল পাম্পে হানা দিয়ে এলোপাথারি গুলি চালিয়ে পালাল ২ দুষ্কৃতী। মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজ্যের সীমানা লাগোয়া ধুবুরির ছাগলিয়া এলাকায়। দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে ৩ জন পাম্পকর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই দুষ্কৃতী বাইকে করে কালো কাপড়ে মুখ ঢেকে হামলা চালিয়েছে। তাদের কাছে একে-৪৭ রাইফেল ছিল। পেট্রোল পাম্পে সে সময় ৩ কর্মীই ছিলেন। হামলাকারীরা কেএলও জঙ্গি বলে সন্দেহ পুলিশের। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত বলেন, “হামলাকারীরা কেএলও জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। কেন না গত ১৯ নভেম্বর এলাকার আরও একটি পেট্রোল পাম্পে একই কায়দায় হানা দিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। পাম্পের ক্লোজ সার্কিট ক্যামেরায় ওই ঘটনায় ২ জন সন্দেহভাজন কেএলও জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছিল।” এ দিন ঘটনাস্থল থেকে পুলিশ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মেট্রো স্টেশনে গুলি, হত স্ত্রী, আহত শ্বশুর
দিনদুপুরে জনসমক্ষে গুলি চালিয়ে নিজের স্ত্রীকে হত্যা করল এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় শ্বশুর হাসপাতালে ভর্তি। মঙ্গলবার দুপুর ১২টা ১০ নাগাদ দিল্লির কর্করডুমা মেট্রো স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে। তখন ওই মহিলা ও তাঁর বাবা মেট্রোর এসকালেটরে উঠছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই এক ব্যক্তি পিছন থেকে ওই দু’জনকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত ব্যক্তির নাম ভীষ্ম বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশকর্তারা। নিহত মহিলা ভীষ্মের মেয়ে দীপ্তি। পুলিশের দাবি, আততায়ী ভীষ্মের জামাই পবন কুমার। দীপ্তি ও পবনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ফাঁকা কার্তুজের খোল খুঁজে পেয়েছে পুলিশ। আততায়ীর খোঁজে তল্লাশি চলছে।

খুনের পরে হুমকি অভিযুক্ত ভাইয়া
নিহত গ্রামপ্রধান নানহে যাদবের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রাজা ভাইয়ার বিরুদ্ধে। চলতি মাসের দু’ তারিখে খুন হন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের গ্রাম প্রধান নানহে যাদব এবং তাঁর ভাই সুরেশ। সেই ঘটনার তদন্তে গেলে দুষ্কৃতীদের হাতে খুন হন জেলার ডেপুটি এসপি জিয়া উল হকও। তাঁর স্ত্রী অভিযোগ জানান, ঘটনায় হাত রয়েছে রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়ার। এর ফলে খাদ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এর পর শুরু হয় সিবিআই তদন্ত। যাদব পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজা ভাইয়ার ঘনিষ্ঠ গুড্ডু সিংহ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। নানহে যাদবের ভাই পবনকুমার যাদব জানিয়েছেন, এর পরেই খুনের ঘটনা নিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেয় রাজা ভাইয়া। তিনি বলেছেন, “রাজা ভাইয়া ফোন করে বলেছে, তার সম্পর্কে সিবিআইয়ের কাছে মুখ খুললেই আমাদের মেরে ফেলা হবে। আমরা নিরাপত্তা চাইছি। আমাদের পরিবারের কেউ খুন হলে তার জন্য দায়ী হবে রাজা ভাইয়া।”

শ্রমিক নেতা হত
দুষ্কৃতী হানায় মারা গেলে এক চা-শ্রমিক নেতা। গত কাল রাতে তিনসুকিয়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অসম সংগ্রামী চা-শ্রমিক সঙ্ঘের রাজ্য সম্পাদক গঙ্গারাম কল (৪৬) গত কাল বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। গুটিবাড়ি লাইনের কাছে দুষ্কৃতীরা তাঁর পথ আটকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। অন্য শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় গঙ্গারামকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। চা সংগঠনের পাশাপাশি গঙ্গারামবাবু ছিলেন সিপিআই (এমএল)-এর রাজ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত স্তরের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব ছিলেন তিনি। সঙ্ঘের অভিযোগ, গণবন্টন ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িত নেতাদের হাতেই গঙ্গারামবাবুকে প্রাণ দিতে হয়েছে। হত্যার প্রতিবাদে ২৯ মার্চ অসম বন্ধের ডাক দেওয়া হয়। আজ পানিতোলা এলাকার সব দোকানপাট বন্ধ ছিল।

‘দাদাদের’ মারে জখম ‘ভাইরা’
একই স্কুলের দুই ক্লাসের ছাত্রদের রেষারেষির জেরে জখম হল ৩৬ জন ছাত্র। ঘটনাটি ঘটেছে গোলাঘাটের চিনাতোলিতে। পুলিশ জানায়, স্থানীয় জওহর নবোদয় স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা গত রাতে স্কুলের ছাত্রাবাসে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রদের উপরে চড়াও হয়। বড়দের মারে ছোটদের ৩৬ জন জখম হয়েছে। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর। স্কুল ও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

নিহত যুবক
এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে রেল লাইনের কাছ থেকে বিলাল আহমেদ দার নামে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়।নিহতের পরিবারের অভিযোগ, বিলালকে সোমবার রাতে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই খুন হয়েছে সে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

চিন্তিত বচ্চন

শুকনো হোলি খেলার কথা বললেন অমিতাভ বচ্চন। মহারাষ্ট্রের জলসঙ্কটের কথা ভেবেই জল নষ্ট না করার আবেদন জানিয়ে তাঁর ভক্তদের উদ্দেশে টুইট করেছেন তিনি। জলের সমস্যা নিয়ে একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন হৃতিক রোশন, রীতেশ দেশমুখ এবং রণবীর সূরীও। শুধু আবির এবং শুকনো রঙ দিয়ে হোলি খেলার কথা বলে টুইট করেছেন তাঁরাও।

দুর্ঘটনার বলি সাত ঠিকা শ্রমিক
পথ দুর্ঘটনায় বর্ডার রোড অর্গানাইজেশনের সাত ঠিকা শ্রমিকের মৃত্যু হল। গত কাল মণিপুরের চান্ডেল জেলার ঘটনা। পুলিশ জানায়, মায়ানমার সীমান্তের কাছে সড়ক নির্মাণের জন্য ৪০ জন শ্রমিক ও বিআরটিএফ জওয়ানকে নিয়ে একটি ট্রাক মোরে যাচ্ছিল। গোভাজাং গ্রামে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। জখমদের হাসপাতালে আনা হয়। চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন জনের মৃত্যু হয় মোরে হাসপাতালে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.