|
|
|
|
বসন্ত উৎসবে |
|
বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত প্রভাতফেরিতে নৃত্য।
মঙ্গলবার দাঁইহাটে ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
|
|
শেষ মূহুর্তেও দেদার বিকোল আবির। দুর্গাপুরের চণ্ডিদাস মার্কেটে মঙ্গলবার ছবিটি তুলেছেন বিকাশ মশান।
|
দোলের দিন ছুটি
|
তাই আগের দিনই বেপরোয়া রং বন্ধুকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
গোলাপবাগ
ক্যাম্পাসে মঙ্গলবার ছবিটি তুলেছেন উদিত সিংহ।
|
|
দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে বসন্তোৎসবের প্রস্তুতি। বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
রং দাও |
|
মুখোশে। দোল কারও উৎসব, কারও পেশা, কারও রঙিন মুখ দেখানোর, কারও বা নিজের মুখ
লুকোনোর অছিলা।
শুধু তো রং, আবির, বেলুন, পিচকিরি নয়। হাটে-বাজারে বিক্রি হয় কত টুপি,
রঙিন চশমা, মুখোশ। রং দেওয়ার, রং
আটকনোর নানা আয়োজন। ছোটদের কাছে তার মানে
এক রকম, বড়দের কাছে আর এক। বসন্তের মেজাজ বিক্রি করে
পেট চলে যাঁদের, তাঁরা রং নিয়ে
বসেন পথের ধারে। হাসি মুখে হোক বা মুখ ঢেকে। ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
|
|
|
|
|
|
|