আজকের শিরোনাম
দুষ্কৃতীর গুলি, নিহত বিএসপি নেতা
দিল্লিতে নিজের খামার বাড়িতে দুষ্কৃতীর গুলিতে খুন হলেন বহুজন সমাজবাদী পার্টির নেতা দীপক ভরদ্বাজ। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির রাজকোরিতে। তিনি ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বিএসপি-র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। খামার বাড়ির কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ দুই ব্যক্তি দীপকবাবুর সঙ্গে ব্যবসায়িক কারণে দেখা করতে আসেন। দেখাও করেন খামার বাড়িতে ঢুকে। কথাবার্তা বলার মধ্যে তাঁদের মধ্যে বচসা বাধে। এই সময়ে ওই দুই ‘অতিথি’ খুব কাছ থেকে পর পর দু’টি গুলি করে দীপকবাবুকে। বাধা দিতে গিয়ে গুলিতে গুরুতর জখম হয়েছেন তাঁর দুই নিরাপত্তা রক্ষী। এর পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তাদের অনুমান, ব্যবসায়িক রেষারেষির জেরেই সম্ভবত ভাড়াটে খুনি দিয়ে এই খুন করানো হয়েছে। কে বা কারা এই খুনের পিছনে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কাজিয়া অব্যাহত
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। শুক্রবার এক তরফা ভোটের দিন ঘোষণা করে তার প্রস্তাবনা করেছিল রাজ্য। এর জবাবে গতকাল রাজ্যের সেই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। পরিস্থিতি জানাতে আজ রাজ ভবনে দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। এ দিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মহাকরণে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের পুনর্বিবেচনার প্রস্তাব খারিজ করে সুব্রতবাবু সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের পূর্ব ঘোষিত দু’দফায় নির্বাচনের সিদ্ধান্তই বহাল থাকছে। নির্বাচন কমিশনের চিঠির জবাব আজই দেবেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্যের এবং ভিন্ রাজ্যের সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্তেই অনড় থাকছেন তাঁরা। তবে দু’দফার নির্বাচনে জেলা বন্টনের ক্ষেত্রে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ভোট হবে এবং দ্বিতীয় দফায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,জলপাইগুড়ি ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভোট হবে। আজ সন্ধ্যার মধ্যে এই মর্মেই চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে রাজ্য সরকার। এ দিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাজ্যপাল এম কে নারায়ণন রাজ্যের মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। সেখানে মুখ্যসচিব তাঁকে রাজ্যের অবস্থান সম্পর্কে জানাবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.