আত্মঘাতী মহারাষ্ট্র এটিএস-এর ডিসিপি |
আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের জঙ্গিদমন শাখার (এটিএস) ডিসিপি ৪৭ বছরের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের থানেতে এক রেস্তোরাঁয় বিকেল ৪টে নাগাদ নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানায়, মুম্বইয়ের অদূরে থানের গোয়া-পর্তুগিজ হোটেলের রেস্তোরাঁটিতে তাঁর পরিবার-সহ মধ্যাহ্নভোজনে গিয়েছিলেন তিনি। আত্মহত্যার আগে নিজের রিভলভার থেকে দু’রাউন্ড গুলিও চালান তিনি, জানিয়েছে পুলিশ। ঘটনার পর রেস্তোরাঁ থেকে হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না-তদন্তের জন্য সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের দেহ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আত্মহত্যার কারণ এখনও অজানা।
|
আজ বাঁকুড়ার বারিকুল থানার হিজলি গ্রাম থেকে এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করে পুলিশ। মদন মাহাতো-স্কোয়াড সদস্য গোবিন্দ সিংহ নামে ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ীতে। ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তাকে জেরা করে আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। ২০১০ সালে সিপিএম নেতা হরেন বাস্কে খুনের ঘটনা-সহ আরও ১৩টি ঘটনার সঙ্গে জড়িত বলে অনুমান পুলিশের।
|
নদিয়ার চাকদহের কাদাঘাটায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ তৃণমূলের বুথ সভাপতি প্রহ্লাদ রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। গুলি করে পালানোর সময় অমিত চক্রবর্তী নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলে চাকদহ থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তরা সিপিএম আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|