আজকের শিরোনাম
ধাপায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত ১
আজ সকালে ধাপা সংলগ্ন মাঠপুকুর এলাকার বস্তিতে একটি খাটাল উচ্ছেদকে কেন্দ্র করে তৃণমূলের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে অধীর মাইতি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ স্থানীয়বাসিন্দাদের। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যাচ্ছে, জমি দখল করার জন্য ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে ওই এলাকায় এই উচ্ছেদকে ঘিরে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। ক্রমে তা সংঘর্ষের আকার নেয়। পুলিশের সামনেই অধীরবাবুকে বেধরক মারধর করা হয বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এর আগেও বহুবার এই জমিকে দখল করার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁরা আরও জানিয়েছেন, গত কালই পুলিশকে এই ঘটনা ঘটতে পারে, এমন সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছিল। তবুও পুলিশের তরফ থেকে কোনও তত্পরতা দেখা যায়নি। তাঁরা ব্যবস্থা নিলে এমন ঘটনা এড়ানো যেত। এখনও মৃতের পরিবারের তরফ থেকে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাস্থলে ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
অন্য দিকে তৃণমূল দলীয় সূত্রে খবর, দলকে না জানিয়ে শম্ভুনাথ কাউ ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীও তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাসি করছে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে পি চিদম্বরম
গত কাল ডিএমকে ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দেওয়ার পর, আজ আনুষ্ঠানিক ভাবে ডিএমকে-র পাঁচ মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিলেন। এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, সরকার পুরোপুরি স্থিতিশীল। এ নিয়ে কোনও দ্বিমত নেই। তবে তামিলদের ভাবাবেগ নিয়ে চিন্তিত কেন্দ্র। শ্রীলঙ্কা ইস্যু নিয়ে একটি খসড়া বিল আনার কথা ভাবা হচ্ছে। তবে সব দলের সঙ্গে বৈঠক করেই তা পাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। এই সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, কমলনাথ, মনীশ তিওয়ারি প্রমুখ।

ফের ব্যারাকপুরে অটোর দৌরাত্ম্য
গত কাল রাতে ফের ব্যারাকপুরে অটোর দৌরাত্ম্যের মাসুল দিতে হল পাঁচ বছরের এক স্কুল পড়ুয়া শৌভিক ঘোষকে। অটো থেকে পড়ে যাওয়ার পর শৌভিককে বেশ কিছুটা রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় চালক। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছে সে। তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনায় তার মাও জখম হয়েছেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.