জঙ্গলমহলে দরাজ মমতা
পূর্ব মেদিনীপুর
শিলান্যাস
১) নিমতৌড়িতে শহিদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজ।
২) মহিষাদলের মায়াচরে কংক্রিটের সেতু।
৩) বাগমারি, বাসুদেববেড়িয়া, ধানঘড়া, আমতলিয়া, শঙ্করপুর, রানিসাই, চিরুলিয়া, বাসুদেবপুর, আলাদারপুট, দামোদরপুর, উত্তরখাসদায় জলপ্রকল্প।
৪) হিজলি টাইডাল ক্যানেল ফের সংস্কার।
৫) পিছাবনী খালের হিরাকণিয়া, কন্টাই নালার পদ্মপুকুরিয়া, শিউলিপুর খাল ও নারাদারি খালের বাড়কাশিমপুরে সেতু।
মুখ্যমন্ত্রীর সভায় সেতুর দাবিতে প্ল্যাকার্ড। মঙ্গলবার বিনপুরে দেবরাজ ঘোষের তোলা ছবি।
উদ্বোধন
১) হলদিয়ার মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় ক্যাম্পাসের ভবন।
২) কাঁথি-দিঘা রাস্তায় রামনগর খালে নতুন সেতু।
৩) খেজুরির আমদাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যা।
৪) হৈপুর, জুনবনি, কাঁথির শঙ্করপুর, মুড়ইসাই, তালদা, ভাজাচাউলি, গোবিন্দনগর, কুলবাড়ি, রসিকচক ও মুদারপুরে জলপ্রকল্প।
 
জঙ্গলমহলে ১০০ দিনের কাজ ১০০ দিন হয়ে গিয়েছে। আমরা
চাই ভাই-বোনেরা ১০০ দিনের প্রকল্পে দু’শো দিন কাজ করুক।
পশ্চিম মেদিনীপুর
শিলান্যাস
১) দাঁতনে আর একটি কলেজ।
২) ঝাড়গ্রাম ও বিনপুর ২ ব্লকে কিষাণ মাণ্ডি।

প্রতিশ্রুতি
বেলদায় নতুন কলেজ, নয়াগ্রামে পলিটেকনিক কলেজ, গোপীবল্লভপুরে জেলা হাসপাতাল, কেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীতকরণ, সুবর্ণরেখার উপরে সেতু, গোয়ালতোড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে ১৮টি কটেজ।
বিনপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী
উদ্বোধন
১) সবংয়ের জুলকাপুর ও বিনপুরের শিমূলপালে জল প্রকল্প।
২) বিনপুরের নেতাই ও শালবনির কলাইমুড়িতে পাইপলাইনে জলপ্রকল্প।
৩) রোহিনী বালিকা বিদ্যালয়, তপসিয়া গার্লস হাইস্কুল, বেলপাহাড়ি আরজিএইচ, হুমগড় গার্লস, নয়াগ্রাম থানা বালিকা আপার প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য হস্টেল।
 



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.