টুকরো খবর
পোশাক কারখানায় লুঠে ধরা পড়েনি কেউ
ঘটনার পরে প্রায় দেড় দিন কেটে গেলেও হাবরার পোশাক কারখানায় লুঠে ধরা পড়েনি কোনও দুষ্কৃতী। শুক্রবার গভীর রাতে গুমায় ছোট বামুনিয়ার ওই ঘটনায় এখনও আতঙ্কিত বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গুমায় ছোটদের ওই পোশাক তৈরির কারখানার তিনটি ঘরে ৩১ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। তার মধ্যে একটি ঘরেই ছিলেন ২৮ জন। রাত দু’টো নাগাদ জনা বারো সশস্ত্র দুষ্কৃতী পাঁচিল টপকে কারখানায় ঢোকে। তার পরে ঘরের দরজাও ভাঙে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে মাইনের টাকা দাবি করে তারা। এক শ্রমিক রবিবার মাইনে হওয়ার কথা জানালে শুরু হয় মারধর। তার পরে শ্রমিকদের হাত পিছমোড়া করে বেঁধে দুষ্কৃতীরা তাঁদের কাছ থেকে কয়েক হাজার টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোনের ব্যাটারি এবং মেমরি কার্ড ছিনিয়ে নেয়। এর পরে একই ভাবে কারখানার রান্নার দায়িত্বে থাকা খোকন মণ্ডল এবং কেয়ারটেকার সিরাজুল বিশ্বাসের ঘরেও তারা হামলা চালায়। লুঠ করে ডিভিডি, টিভি, টাকা এবং কিছু রুপোর গয়নাও। প্রায় দু’ঘণ্টা তাণ্ডব চালানোর পরে দুষ্কৃতীরা হেঁটেই বেরিয়ে যায়। তবে, পুলিশের অনুমান, দূরে কোথাও গাড়ি রেখে এসেছিল দুষ্কৃতীরা।

গরু পাচার চক্রে জড়িত অভিযোগে ধৃত ছাত্র
বাংলাদেশে গরু পাচার চক্রে জড়িত অভিযোগে শনিবার রাতে বনগাঁর কালুপুর এলাকা থেকে একাদশ শ্রেণির এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। তার বাড়ি গোপালনগরের নেহেরপুরে। তার কাছ থেকে ছ’লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত কবুল করেছে সে গরু পাচারের টাকা নিয়ে বাড়ি ফিরছিল। ওই টাকা সে অন্য এক জের হাতে তুলে দিত। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১০ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এই মামলার সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “ধৃতের বয়স ১৮ বছর বলে পুলিশ জানিয়েছে। সেই কারণে বিচারক তাকে জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তবে, ছাত্রটি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারবে। বিচারক পুলিশ ও জেল কর্তৃপক্ষকে ওই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার আটকাতে রাতভর পুলিশ এবং বিএসএফের নজরদারি চলে। শনিবার রাত ৮টা নাগাদ ওই ছাত্র মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিল। বনগাঁ থানার আইসি চন্দ্রশেখর দাস তল্লাশির সময়ে ওই ছাত্রের কাছ থেকে ছ’লক্ষ টাকা পেয়ে তাকে গ্রেফতার করেন। আটক করা হয় তার মোটরবাইকটি।

জাল নোট, গ্রেফতার দুই
বাজার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই জাল নোটের কারবারি। শুক্রবার সন্ধ্যায় হাড়োয়া বাজারের ঘটনা। ধৃতদের নাম শাহাঙ্গির মোল্লা ওরফে রানা এবং কলিমুদ্দিন পাহাড়ি। প্রথম জনের বাড়ি রাজারহাটে, দ্বিতীয় জন ভাঙড়ের বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই দুই ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকায় ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দুই যুবক হাড়োয়া বাজারের একটি কাপড়ের দোকানে গিয়েছিল শুক্রবার। কেনাকাটার পরে তাদের দেওয়া দু’টি ৫০০ টাকার নোট দেখে দোকানদারের সন্দেহ হয়। বচসাও বাধে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তাদের কাছ থেকে মোট ১৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় সোনা-রুপোর অলঙ্কার ভর্তি একটি ব্যাগও। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে দুই ২৪ পরগনায় বিভিন্ন মন্দির ও সোনার দোকান থেকে চুরি করা ওই অলঙ্কারগুলি তারা বিক্রি করতে এসেছিল।

গাঁজা-সহ ধৃত তিন দুষ্কৃতী
গাড়ি নিয়ে মাদক বিক্রি করতে এসে পুলিশের হাতে বমাল ধরা পড়ল তিন দুষ্কৃতী। রবিবার ভোরে হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে আসরাফুল মোল্লা ও মারুফ মোল্লার বাড়ি হাড়োয়া থানার পায়রাগাছি গ্রামে। আর একজন খলিমুদ্দিন ওরফে আক্কাজ পাহাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বালি গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং একটি মারুতি গাড়ি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন ভোরে হাসনাবাদ স্টেশন এলাকায় একটি মারুতিতে করে তিনজন আসে। তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে চুরি-ডাকাতির বেশ কিছু অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজ করছিল পুলিশ।

নাবালিকা ধর্ষণের অভিযোগ
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি জরিফ মোল্লা নামে এক কিশোর তারই প্রতিবেশী বছর দশেকের এক নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে সালিশি ডেকে মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি না মেটায় রবিবার ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোর পলাতক। তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.