সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়কে গ্রেফতারের জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চাইল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। লগ্নিকারীদের কাছ থেকে তোলা টাকা (সুদ সমেত ২৪ হাজার কোটি) সময়মতো না-ফেরানোয় গোষ্ঠীর দুই সংস্থা (সহরা ইন্ডিয়া রিয়েল এস্টেট এবং সহরা হাউসিং ইনভেস্টমেন্ট) ও তার শীর্ষ কর্তাদের (সুব্রতবাবু সমেত) সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আগেই দিয়েছে তারা। এর পর সহারা কর্ণধারকে গ্রেফতার করে সাধারণ জেল হেফাজতে রাখতে শীর্ষ আদালতের কাছে শুক্রবার আর্জি জানিয়েছে সেবি। যাতে তিনি দেশ ছাড়তে না পারেন, সে জন্য সুপ্রিম কোর্টকে তাঁর পাসপোর্ট জমা রাখতেও অনুরোধ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। অনুমতি চেয়েছে আরও দুই ডিরেক্টরকে গ্রেফতারের। আদালত আগামী মাসের গোড়ায় বিষয়টি নিয়ে শুনানির সময় দিয়েছে। অবশ্য সহারার দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই সর্বোচ্চ আদালতে শুনানির আগে সংবাদ মাধ্যমের কাছে এই খবর ফাঁস করেছে সেবি। আগের অবস্থানেই অনড় থেকে তারা জানিয়েছে, লগ্নিকারী হিসেবে কোনও ভুয়ো নাম তারা দাখিল করেনি। তা ছাড়া, আগেই মিটিয়ে দেওয়া হয়েছে তাঁদের প্রাপ্য প্রায় সব টাকা।
|
মারুতি-সুজুকির এমডি ও সিইও শিনজো নাকানিশির উত্তরসূরি নির্বাচিত হলেন কেনিচি আয়ুকাওয়া। তিন দশকের বর্ণময় কর্মজীবন শেষ করে ১ এপ্রিল অবসর নিচ্ছেন নাকানিশি। মারুতির পথ চলার প্রথম দিন থেকেই যুক্ত ছিলেন তিনি। এ দিন তাঁর উত্তরসূরি নির্বাচন করে সংস্থার পরিচালন পর্ষদ। কেনিচি বর্তমানে জাপানে সুজুকি মোটর কর্পোরেশনের ম্যানেজিং এগ্জিকিউটিভ অফিসার তথা এগ্জিকিউটিভ জেনারেল ম্যানেজার পদে রয়েছেন। ২০০৮ থেকে তিনি মারুতি-সুজুকির পরিচালন পর্ষদে নন- এগ্জিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত।
|
এয়ারটেলকে দেশের ৭টি সার্কেলে থ্রি-জি পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। কারণ সেখানে ওই পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম সংস্থার হাতে নেই। এ ছাড়া, ওই সার্কেলগুলির প্রত্যেকটির জন্য ৫০ কোটি টাকা জরিমানা (মোট ৩৫০ কোটি) দেওয়ারও নির্দেশ দিয়েছে ডট। বিষয়টি নিয়ে আগামী ১৮ মার্চ বিকেল ৩টের মধ্যে এয়ারটেলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে এখনই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি তারা।
|
কালো টাকা সাদা করতে তিন বেসরকারি ব্যাঙ্কের হ্যাঁ বলা নিয়ে বিতর্কের জেরে শুক্রবার এক ধাক্কায় ১৪৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। এই পতনে ইন্ধন জুগিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির আগে লগ্নিকারীদের লাভের টাকা ঘরে তোলার প্রবণতাও। উল্লেখ্য, কালো টাকা সাদা করার প্রস্তাবে তিন বেসরকারি ব্যাঙ্ক সাদর অভ্যর্থনা জানিয়েছে বলে কালই অভিযোগ তোলে এক সংবাদ-সাইট। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও আরবিআই তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। যা শঙ্কিত করেছে লগ্নিকারীদের। এ দিন রাতে ১৮ জন কর্মীকে সাসপেন্ডও করেছে এক ব্যাঙ্ক।
|
কলকাতায় লিটারে আড়াই টাকা দাম কমলো পেট্রোলের। গত ন’মাসে সব থেকে বেশি। আগের ৭৮.৩৪ টাকা থেকে কমে এখন তা হল ৭৫.৮৪ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। ডিজেলের দর অবশ্য অপরিবর্তিতই থাকছে। তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানায়, বিশ্ব বাজারে তেলের দাম কমায় লিটারে পেট্রোলের দাম ২ টাকা কমানো হল। শহরে কর-সহ যা দাঁড়াল আড়াই টাকায়।
|
শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকোর ৬% শেয়ার বিক্রি করে ৬২০ কোটি টাকারও বেশি ঘরে তুলেছে কেন্দ্র। সংস্থার দাবি, প্রাথমিক ভাবে ৫% শেয়ার বিক্রির কথা বলা হলেও, আগ্রহপত্র জমা পড়ে ৬ শতাংশের জন্য। তাই বেড়েছে বিক্রির পরিমাণ। |