আজকের শিরোনাম
চিত্রশিল্পী গণেশ পাইন প্রয়াত
প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ পাইন। আজ সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
১৯৩৭ সালে কলকাতায় জন্ম এই প্রখ্যাত শিল্পীর। ছোটবেলা থেকেই মুখচোরা স্বভাবের এই মানুষটি চিত্রশিল্পে তাঁর বিশেষ আগ্রহ ও কৃতিত্বের ছাপ রাখেন। স্কুলের পঠনপাঠন শেষে ১৯৫৯ সালে তিনি কলকাতার আর্ট কলেজে চিত্রশিল্পের শিক্ষা শুরু করেন। এই সময় তিনি অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। পেনসিল স্কেচ আর জলরঙে আঁকা তাঁর উত্কৃষ্ট মানের ছবিগুলি সত্যিই দুর্লভ। দ্বিমাত্রিক ছবি সৃষ্টিতে তিনি ছিলেন অনন্য। অসাধারণ দক্ষতায় জল রঙে তাঁর আলো-ছায়ার মায়াজাল অসংখ্য মানুষকে মুগ্ধ ও আকৃষ্ঠ করেছে বারবার। দেশ-বিদেশে তাঁর আঁকা ছবিগুলি সমানভাবে সমাদৃত। প্রচারের আলো থেকে বরাবর নিজেকে দূরে সরিয়ে রাখা চিত্রশিল্পী গণেশ পাইনের মৃত্যুতে দেশের চিত্রশিল্পের জগত্ অভিভাবকহীন হয়ে পড়ল বলে মনে করেন এ প্রজন্মের শিল্পী ইলীনা বণিক ও সমীর আইচ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শুভাপ্রসন্ন-সহ অন্যান্য শিল্পীরাও। শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জিআরপি কর্মীর মার, মৃত ১ যাত্রী
টিকিট দেখতে চাওয়া নিয়ে বচসা। আর তার জেরেই জিআরপি-র মারধরে প্রাণ গেল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে বহরমপুরের কোর্ট স্টেশনে। যাত্রী দীলিপ ঘোষের কাছে টিকিট দেখতে চান এক জিআরপি কর্মী। টিকিট দেখানোর পরেও ওই জিআরপি কর্মী তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ দীলিপবাবুর পরিবারের। এর পর মারতে মারতে তাঁকে ট্রেন থেকে প্লাটফর্মে ফেলে দেওয়া হয়। মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। ৪৫ মিনিট প্লাটফর্মেই পড়ে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগই নেয়নি রেল কর্তৃপক্ষ। এর পর স্টেশনে উপস্থিত যাত্রীদের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দীলিপ ঘোষের। এই ঘটনায় অভিযুক্ত জিআরপি কর্মী পরিতোষ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল
রাজ্য পুলিশের শীর্ষস্তরে আবার বড়সড় রদবদল হতে চলেছে। গার্ডেনরিচ কাণ্ডের জেরে আগেই নগরপাল পদ থেকে ডিরেক্টর অব সিকিউরিটি পদে সরানো হয় রঞ্জিত কুমার পচনন্দাকে। আপাত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হলেও তিনি নতুন দায়িত্ব না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দু’মাসের জন্য ছুটি চেয়ে নেন। এখন তিনি ছুটিতেই আছেন। এরই মধ্যে রাজ্য সরকার রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদলের কথা ঘষণা করেছেন। দফতর বদল হচ্ছে পচনন্দা-সহ ১৩ শীর্ষ পুলিশ কর্তার। নির্দেশ অনুযায়ী এডিজি আর্মড পুলিশ পদে পচনন্দা, ডিরেক্টর অব সিভিল পদে গঙ্গেশ্বর সিংহ, এডিজি কাউন্টার ইনসার্জেন্সি পদে কুন্দলাল টামটা, সিদ্ধিনাথ গুপ্তকে আইজি পশ্চিমাঞ্চল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ছুটিতে থাকা রঞ্জিত কুমার পচনন্দা এই পদের দায়িত্ব নেবেন কি না তা নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

তিলজলায় উদ্ধার যুবকের বস্তাবন্দি দেহ
বস্তাবন্দি অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল তিলজলা এলাকায়। আজ সকালে তিলজলার রাইচরণ বোস লেনে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের গলাকাটা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র খুন করে দেহটি এই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

পান্ডুয়ায় অবরুদ্ধ জিটি রোড
তোলাবাজিতে অতিষ্ট হয়ে পান্ডুয়ায় জিটি রোড অবরোধ করেন স্থানীয় পশু ব্যবসায়ীরা। তোলাবাজির অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধেই। দীর্ঘ দিন ধরেই পান্ডুয়ার গরুহাটে ঘুষ ও তোলাবাজি চালাচ্ছিলেন সেখানে কর্তব্যরত এক দল পুলিশ কর্মী। এই অভিযোগেই আজ সকাল থেকে পান্ডুয়ায় জিটি রোড অবরোধ করা হয়। ফলে বেশ কিছুক্ষণ বিপর্যস্ত হয় এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.