ডায়মন্ড হারবারে পুলিশ ক্যাম্পের কাছে ডাকাতি |
ডায়মন্ড হারবারের গুরুদাসনগরের বনমালিপুর গ্রামে পুলিশ ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি বাড়িতে লুঠপাট চালাল ডাকাতদল। গৃহকর্তা রতন মণ্ডল জানিয়েছেন, গত কাল রাত প্রায় দেড়টা নাগাদ ৬-৭ জনের একটি দল ধাক্কা মেরে দরজা খুলতে বলে। তিনি দরজা খুললে তারা ঘরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী টুম্পা মণ্ডলকে মারধর শুরু করে। তার পর তাঁদের ২ বছরের ছেলের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি নিয়ে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে বোমাবাজি করতে করতে চলে যায় বলে অভিযোগ। এর পরই রতনবাবু বাড়ির কাছের পুলিশ ক্যাম্পে গিয়ে ঘটনাটি জানান, কিন্তু পুলিশের কাছ থেকে কোনও রকম সাহায্য তিনি পাননি বলে জানিয়েছেন। এমনকী ডায়মন্ড হারবার থানায় গিয়ে তিনি লুঠপাটের অভিযোগ জানিয়ে আসলেও দেখা যায়নি কোনও পুলিশি তত্পরতা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অঞ্চলে বোমাবাজি, ডাকাতির মতো ঘটনা নিত্যদিনকার ব্যাপার। এই ঘটনাগুলি আটকাতেই পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না।
|
খড়দহের সুখচরে চিকিত্সকের বাড়িতে লুঠপাট |
খড়দহের সুখচরে এক চিকিত্সকের বাড়িতে প্রায় লক্ষাধিক টাকার ডাকাতি করে পালাল দুষ্কৃতীরা। গত কাল রাতে ছাদের দরজা ভেঙে ৮-১০ জনের দুষ্কৃতীদের একটি দল ওই চিকিত্সকের বাড়িতে ঢোকে। পরিবারের সকলকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখে লুঠপাট চালায় তারা। নগদ ২৫ হাজার টাকা, সোনা ও হিরের গয়না-সহ লক্ষাধিক টাকার সামগ্রি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সম্প্রতি খড়দহ অঞ্চলে পর পর বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকার বাসিন্দারা স্বভাবতই যথেষ্ট ক্ষুব্ধ ও শঙ্কিত। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও শোনা গিয়েছে কারও কারও গলায়।
|
দুর্গাপুর সিটি সেন্টারে আগুন |
গত কাল গভীর রাতে দুর্গাপুর সিটি সেন্টারের কমার্শিয়াল কমপ্লেক্সের একটি বেসরকারি অফিসে আগুন লাগে। আজ ভোরে স্থানীয় লোকজন ধোঁয়া বেরতে দেখে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে এসে দমকলের ৩টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। |