মিডডে মিলের রাঁধুনিদের অবরোধে আটকে গেলেন কারিগরী শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শনিবার দুপুরে শান্তিপুরের ফুলিয়া বাসস্ট্যান্ডের ৩৪ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ আটকে থাকেন মন্ত্রী। পরে গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন রাঁধুনিরা। মন্ত্রী বলেন, “কলকাতা থেকে নাকাশিপাড়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় অবরোধে আটকে ছিলাম কিছুক্ষণ। প্রশাসনের কর্তাদেরও রাঁধুনিদের সমস্যার বিষয়টি দেখতে বলেছি।” পুলিশ জানায়, শুক্রবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাঁধুনিদের উপর আক্রমণের প্রতিবাদে এ দিন জাতীয় সড়ক অবরোধ করেন রাঁধুনিরা। আটকে পড়ে মন্ত্রীর গাড়ি। শান্তিপুরের বিডিও স্বপ্না পাল বলেন, “রাঁধুনিদের সমস্যা নিয়ে সোমবার সভা ডাকা হয়েছে।”
|
জোর করে এক সিপিএম নেতার বাড়িতে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে সংঘর্ষে জড়াল দুই দলের সমর্থকেরা। হাতাহাতিতে জখম হয়েছেন দু-পক্ষেক অন্তত সাত জন সমর্থক। আহত চার জনকে পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রানাঘাটের রামনগর এলাকায় ঘটনাস্থলে পুলিস পিকেট বসানো হয়েছে। দু-পক্ষেক দু জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার স্থানীয় একটি মঞ্চে যুব তৃণমূলের কর্মী সম্মেলন উপলক্ষে রামনগর এলাকা দলীয় পতাকায় ভরে দিয়েছিল তৃণমূল সমর্থকেরা। সেই সময়ে ওই সিপিএম সমর্থকের বাড়িতে পতাকা লাগাতে গেলেই বিপত্তি বাধে।
|
শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন হল শনিবার। এ দিন বহরমপুর স্টেশনে ওই মেমু ট্রেনের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। শিয়ালদহ থেকে ৬৩১০৩ আপ মেমু প্যাসেঞ্জার লালগোলার উদ্দেশ্যে রওনা দেবে সন্ধা সাড়ে ৭টায়। লালগোলা থেকে ৬৩১০৩ ডাউন মেমু প্যাসেঞ্জার ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ১০.২৫ মিনিটে ছাড়বে। রেল প্রতিমন্ত্রীর আশ্বাস, “বহরমপুর স্টেশনকে আধুনিক করে তোলা হবে।” |