টুকরো খবর
পরিযায়ী পাখি মৃত, সন্দেহ বিষ
আটটি পরিযায়ী পাখির দেহ মিলল কাজিরাঙার কাছে। বন বিভাগ সূত্রে খবর, আজ সকালে আগরাতলি রেঞ্জের লাগোয়া কুন্দলিমারি এলাকার একটি ধানখেতে আটটি বার হেডেড হাঁসের মৃতদেহ মেলে। বিশ্বের সবচেয়ে বেশি উচ্চতা দিয়ে ওড়া পাখির মধ্যে এরা অন্যতম। কাজিরাঙা পশু উদ্ধার কেন্দ্রের চিকিৎসক অভিজিৎ ভাওয়াল জানান, খেতের ফসলের নমুনা ও পাখিগুলির দেহ সংগ্রহ করে রাখা হয়েছে। আরও দু’টি পাখিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা চলছে। দেহগুলি পরীক্ষা করার জন্য গুয়াহাটির ‘নর্থ ইস্ট রিজিওনাল ডিজিজ ডায়গনস্টিক ল্যাবরেটরি’ থেকে বিশেষজ্ঞরা কাজিরাঙা আসছেন।

অ্যাম্বুল্যান্সে কাঠ
অ্যাম্বুল্যান্স বোঝাই কাঠ নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন দফতর। শুক্রবার রাতে মাথাভাঙার দোলংমোড় এলাকার ঘটনা। ধৃতের নাম ধনঞ্জয় বর্মন। বাড়ি মাথাভাঙায়। অ্যাম্বুল্যান্সটি রাতে কোচবিহারের দিকে যাচ্ছিল। গাড়িটি মাথাভাঙার একটি পাঠাগারের। প্রায় ৭০ হাজার টাকার শাল কাঠ উদ্ধার হয়েছে। এডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, “আর কেউ জড়িত কি না দেখা হচ্ছে।”

চিতাবাঘের খপ্পরে শিশু
চিতাবাঘের হামলায় মারা গেল পাঁচ বছরের এক শিশু। নাম আয়ুষ। পুলিশ সূত্রে খবর, চামৌলি জেলার বসন্তপুর গ্রামের ঘটনা। শুক্রবার বিকেলে আয়ুষ তার ঘরের দাওয়ায় বসে খেলছিল। আর তার মা ঘরে বসেই কাজ করছিলেন। ঠিক সেই সময়ে চিতাবাঘটি এসে আয়ুষকে টেনে নিয়ে যায়। পরে খোঁজাখুজি করা হলে তার রক্তাক্ত দেহটিকে খুঁজে বের করে আনেন গ্রামবাসীরা।

পরিবেশ সুরক্ষায়
বাজারে পরিবেশ-বান্ধব পলিব্যাগ আনছে আরজিএস রিয়েলকন ইনফ্রাকন। সংস্থার দাবি, এই পলিব্যাগ ২০ দিন থেকে ৬ মাসের মধ্যে সরাসরি জলে মিশে যাবে।

হাতির হানা
আটিয়াবাড়ি চা বাগানে হাতির হানায় ১৫ নম্বর লাইনে চারটি ঘর ভেঙে গিয়েছে শুক্রবার রাতে। রাত সাড়ে ১১টা নাগাদ হাতিটি হানা দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.