লাইনচ্যুত মালগাড়ি, ব্যহত ট্রেন চলাচল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুমারডুবি রেল স্টেশনের কাছে আপ লাইন দিয়ে যাওয়ার পথে শনিবার ভোরে একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হল। এর ফলে কিছুক্ষণ রেল চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থলে যান আসানসোল ডিভিশনের এডিআরএম অনিলকুমার শুক্ল। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, এর জন্য বর্ধমানগামী গোমো প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়। বর্ধমান-হাতিয়া প্যাসেঞ্জারও দাঁড়িয়ে যায়। ধানবাদগামী ব্ল্যাকডায়মন্ড এক্সপ্রেসকে আসানসোল থেকে ধানবাদ পর্যন্ত সব ক’টি স্টেশনে দাঁড় করানো হয়। ধীর গতিতে পার করানো হয় শতাব্দী-সহ একাধিক প্যাসেঞ্জার ও এক্সেপ্রেস ট্রেনকে। দুপুর সাড়ে বারোটা নাগাদ লাইনচ্যুত মালগাড়িটিকে রেললাইন থেকে সরানো হয়।
|
থানায় বিক্ষোভ বারাবনিতে
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জলের পাইপ সারানো ঠিক মতো হচ্ছে না অভিযোগ তুলে বর্ধমানের ধস কবলিত বারবনিতে থানা ও ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত রসুনপুর লাগোয়া এলাকার মানুষজন। বিডিও উজ্জ্বল বিশ্বাস বলেন, “খনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় জেনেছি, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবৈধ কয়লা খননের ফলে প্রায়ই এই ঘটনা ঘটছে। শনিবার জলের পাইপ মেরামত করানোর সময়েও এ রকম জনা পাঁচেক কয়লা মাফিয়া কাজে বাধা দেয়। পরে পুলিশ এদের আটক করে থানায় নিয়ে যায়।” শুক্রবার ওই ধসে রসুনপুর লাগোয়া এক মাত্র রাস্তা চৌচির হয়ে যায়। হাঁ হয়ে যাওয়া অংশ দিয়ে বেরোতে থাকে কটূ গন্ধযুক্ত ধোঁয়া। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার পাশ দিয়ে যাওয়া জলের পাইপ ও বিদ্যুতের খুঁটি। এক ডজন গ্রাম জল ও বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ দিন এলাকা পরিদর্শনে যান ডাইরেক্টর জেনারেল-মাইনস সেফ বিশেষজ্ঞেরা।
|
ব্যাগ ফেরত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অবসরকালীন কাগজপত্র, ব্যাঙ্কের নথিপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র সমেত একটি ব্যাগ খোওয়া গিয়েছিল হাটে বাজারে এক্সপ্রেসে। সেই ব্যাগ পেয়ে অসিত সাহা নামে এক বাসকর্মী খবর দিলেন ব্যাগের মালিক বেহালার বাসিন্দা অসিতবরণ দাসকে। শনিবার দুপুরে কাটোয়া বাসস্ট্যান্ডে অসিতবাবু তাঁর হাতে ব্যাগটি তুলে দেন। মালদহের প্রাণী সম্পদ বিভাগের প্রাক্তন কর্মী অসিতবরণবাবু বলেন, “অসিতবাবুর কাছে আমি কৃতজ্ঞ।”
|
তৃণমূল কর্মীকে চড়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ব্যবসায়ীকে মারধরের অভিযোগে এক তৃণমূলকর্মীকে প্রকাশ্যে চড় মারলেন তৃণমূল কাউন্সিলর। শনিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাছে ঘটনাটি ঘটে। ওই তৃণমূল কর্মীকে চড় মারার কথা স্বীকার করেছেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ৩ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দন সাহা। |