আজ নারী দিবস... |
অসুস্থ স্বামী বাড়িতে। তাই টানা পনেরো বছর ধরে রিকশা চালিয়ে সংসার টানছেন রামনগর
থানার পশ্চিম করঞ্জি গ্রামের বছর আটত্রিশের বধূ লক্ষ্মী জানা। ছেলের হাইস্কুলে পড়া থেকে
শুরু করে স্বামীর চিকিত্সার খরচ সবই রিকশা চালানোর টাকায়। তথ্য ও ছবি: সুব্রত গুহ।
সামলে-সুমলে। আরামবাগে মোহন দাসের তোলা ছবি।
সুন্দরবন এলাকায় এ ভাবেই মিন ধরে সংসার চালান বহু মহিলা। ছবি: নির্মল বসু।
মাঠের ফসল নিয়ে ঘরের পথে মহিলারা। বৃহস্পতিবার সিউড়ির কেঁদুয়ায় ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
জীবন পথে: রুজির টানে শহরে আসা মহিলাদের অধিকাংশই জানেন না দিনটির
তাত্পর্য। তবে তাঁদের
লড়াইকেই কুর্নিশ জানায় আজকের এই বিশেষ
দিনটি। মেদিনীপুর শহরে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।
নিত্যকার ‘দিবস’। লালবাগে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক।
‘নারী যেখানে মা’। কাজের ফাঁকেও সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি। —নিজস্ব চিত্র।
‘নারী দিবস’! সেটা কী?... বৃহস্পতিবার বালুরঘাটে তোলা নিজস্ব চিত্র।
রবীন্দ্রভারতীর ছাত্রী জন্মান্ধ মিতা দাস। কলকাতায় মেয়েদের এক হোমে। ছবি: সুদীপ আচার্য