অবশেষে গ্রেফতার মহম্মদ ইকবাল |
প্রায় এক মাসের চেষ্টার পর গার্ডেনরিচ কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মুন্না ওরফে মহম্মদ ইকবালকে গ্রেফতার করল সিআইডি। গত ১২ ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজের সামনে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছিল স্পেশাল ব্রাঞ্চের এসআই তাপস চৌধুরীর। সেই ঘটনায় ১৪ ফেব্রুয়ারি থেকে পলাতক ছিল ইকবাল। বিহারের ডেহরি আন শোন অঞ্চল থেকে সিআইডি-র একটি বিশেষ দল তাকে আজ সন্ধ্যায় গ্রেফতার করে। কলকাতায় নিয়ে এসে মুন্নাকে কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।
|
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে বাদ সহবাগ |
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে ভারতীয় দলে নেই বীরেন্দ্র সহবাগ। আজ নির্বাচকদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ দু’বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ বীরু। শেষ দুই টেস্ট সিরিজে একটি সেঞ্চুরি এলেও রানের খরা কাটেনি। প্রথম দু’টেস্টের তিন ইনিংসে সহবাগের রান মাত্র ২৭। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাত ইনিংসে সহবাগের সংগ্রহ মোট ২৫৩ রান। যার মধ্যে আমদাবাদে এক ইনিংসে করেন ১১৭। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন অফ ফর্মে থাকা সহবাগ। চলতি সিরিজে এখনও তেমন ভাল ফল করেননি হরভজনও। তবে শেষ দু’টি টেস্টের ঘোষিত ভারতীয় দলে তিনি রয়েছেন। আগামী দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সহবাগকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা।
|
নলহাটিতে বিস্ফোরণ, গুরুতর আহত ২ |
আজ সকালে বিস্ফোরণে কেঁপে উঠে নলহাটির তৃণমূল অফিস-সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণ স্থলে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দু’জন। আহত দুই ব্যক্তি রামপুরহাট হাসপাতালে চিকিত্সাধীন।
|
বাবার মৃত্যুতে আত্মঘাতী মেয়ে |
বাবার মৃত্যুতে শোকাহত হয়ে আত্মঘাতী হলেন মেয়ে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। ক্যানসারে আক্রান্ত লেকটাউনের বাসিন্দা অরূপ চক্রবর্তী ভর্তি হন হাসপাতালে। গতকাল রাতেই মৃত্যু হয় অরূপবাবুর। খবর পেয়ে আজ ভোরেই অরূপবাবুর বাড়ির লোকজন হাসপাতালে এসে পৌঁছান। বাবার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁর মেয়ে শ্রীপর্ণা চক্রবর্তী। আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে হাসপাতালের ছ’ তলা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীপর্ণার।
|
ডাকাতির ঘটনা ঘটল আগরপাড়া নর্থ স্টেশন রোডে। আজ ভোর রাতে ১৪ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল নর্থ স্টেশন রোডের একটি বাড়িতে হানা দেয়। প্রায় ঘণ্টা খানেক ধরে তারা ওই বাড়িতে তাণ্ডব চালায়। নগদ ৪০ হাজার টাকা, দশ ভরি সোনা, বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে পালায় ওই দুষ্কৃতী দল। সকালে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কিছু দিন ধরে পরিকল্পনা করেই এই বাড়িতে হানা দেয় ডাকাতদল। |