বার্লিন গেলেন দুই লোক শিল্পী |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আজ, বৃহস্পতিবার থেকে এগরা শশীভূষণ কলেজের উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনের লোকসংস্কৃতি মেলা ও উৎসব। কলেজ প্রাঙ্গণে বিকেল তিনটে থেকে রাত ন’টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। উদ্বোধক পুরুলিয়ার সিদো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমিতা মান্না। এই দিনই প্রথম প্রকাশিত হবে কলেজের বাংলা বিভাগের ত্রৈ-মাসিক সাহিত্য পত্রিকা ‘দেহলী’। প্রকাশ করবেন বিভাগীয় প্রধান সঙ্ঘমিত্রা দাস। মেলা ও উৎসব উপলক্ষে প্রতি দিন থাকছে আলোচনাসভা। উপস্থিত থাকছেন বিশিষ্ট লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুহৃদ ভৌমিক, রবীন্দ্রচর্চা কেন্দ্রের পরিচালক মুনমুন গঙ্গোপাধ্যায় প্রমুখ। থাকছে রামায়ন গান, কবি গান, পটের গান, আদিবাসী নৃত্য, ম্যাজিক শো, কৃষ্ণ যাত্রা, পুতুল নাচ, বাউল গান ও উত্তরবঙ্গের লোকনাটক। শেষ দিন রয়েছে সাহিত্য বাসর। কলেজের অধ্যক্ষ দীপক তামিলী ও অধ্যাপিকা শ্রাবস্তী রায় জানান, বিজ্ঞাপন, কলেজ শিক্ষকদের দেওয়া চাঁদা ও কলেজের অনুদান থেকেই মেলা ও উৎসবের ব্যয় বহন করা হচ্ছে।
|