উদ্দেশ্য সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছনো। সেই লক্ষ্যেই ঘরের আরাম-আয়েস ছেড়ে বেরিয়ে পড়েছেন আলেকডান্ডার অ্যান্ড্রুজ।
সঙ্গী সাইকেল। আদলে জার্মানির বাসিন্দা হলেও জন্মসূত্রে আলেকজান্ডার গ্রিক। আলেকজান্ডার জানা, স্কুলে পড়তে পড়তেই
সারা বিশ্বে অশান্তির নানা ঘটনায় তাঁর মনে হয়েছিল হানাহানি নয়, একমাত্র শান্তিই সারা বিশ্বকে এক সূত্রে বাঁধতে পারে।
স্কুলের পড়া শেষ না করেই বেরিয়ে পড়েন। কিন্তু বিশ্ব ঘোরার জন্য তো টাকা লাগবে। অগত্যা নেন সেলস্ম্যানের চাকরি।
২০১১ সালে চাকরি ছেড়ে পাকাপাকি ভাবে বেরিয়ে পড়া। বিভিন্ন দেশ ঘুরে অবশেষে ভারতে পা। গত ২৬ ফেব্রুয়ারি
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ভারত কেমন লেগেছে
জানতে চাওয়ায়, বছর ছাব্বিশের আলেকজান্ডার জানায়, ‘ভারত ভাল লেগেছে। আমার
উদ্দেশ্য সবার কাছেই শান্তির বার্তা পৌঁছে দেওয়া’। তথ্য ও ছবি: নির্মল বসু।