শিয়ালদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা ১৯ |
আমরি ও স্টিফেন কোর্টের স্মৃতি উসকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। আজ পৌনে চারটে নাগাদ জগত্ সিনেমার পাশে শিয়ালদহের সূর্য সেন বাজারে ভয়াবহ আগুন লাগে। বহুতল বাজারের একতলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পরে গোটা চত্বরে। দমকলের ২৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্য হয়েছে একজন মহিলা-সহ ১৯ জনের। দুপুর পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৫ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় এনআরএস ও মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। |
শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। দীর্ঘদিন ধরেই কোনওপ্রকার অগ্নিবিধি না মেনেই এখানে প্লাস্টিকের কাজ হত বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, দমকলমন্ত্রী জাভেদ খান, পুলিশ কমিশনার ও বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘটনাস্থলে পৌঁছে তদস্ত শুরু করেছেন ১২ জনের ফরেন্সিক দল। মৃতদের সম্পর্কে তথ্য দিতে মর্গের বাইরে শিবির তৈরি করা হয়েছে।
|