রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম অজিত বরনওয়াল, সুভাষ চৌধুরী ওরফে সুকান্ত, আশিস এবং শামিম। অজিতের বাড়ি বিহারের হাজিপুরে। আটক করা হয়েছে তার গাড়িটিও। পুলিশি সূত্রের খবর, রেলে চাকরি দেওয়ার নাম করে এই দলটি অনেকের কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। মহম্মদ মাসুম নামে প্রতারিত এক যুবক মঙ্গলবার বৌবাজার থানায় অজিতের নামে অভিযোগ দায়ের করেন। মাসুম জানান, অজিত নিজেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলে পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে প্রায় দু’লক্ষ টাকা নিয়েছে। মঙ্গলবার মাসুমকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল অজিত। কিন্তু কোনও কারণে মাসুমের সন্দেহ হয়। তিনি থানায় অভিযোগ জানান। বৌবাজার থানার তিন অফিসার দেবাশিস দত্ত, সুদীপ্ত ঘোষ এবং অংশুমান চট্টোপাধ্যায় বিভিন্ন টোপ দিয়ে অভিযুক্তদের ডেকে আনার ফাঁদ পাতেন। বাকি টাকা দেওয়ার নাম করে মাসুম ও এক প্রতারিত মহিলাকে দিয়ে অজিতকে ডেকে আনা হয় প্রিন্সেপ স্ট্রিটে। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। পরে ধরা হয় অন্য অভিযুক্তদের। |
কেষ্টপুরের কাছে বাগজোলা খালের আবর্জনা পরিষ্কার করতে ভিআইপি রোডের দু’দিকের রাস্তা কাটা হবে বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার সল্টলেকের উন্নয়ন ভবনে মন্ত্রী বলেন, “বর্তমানে কেষ্টপুর বাগুইআটি এলাকায় ভিআইপি রোডে উড়ালপুলের কাজ চলছে। ফলে বাগজোলা খাল পরিষ্কারের কাজে অসুবিধা হচ্ছে। তাই বাগজোলা খালের উপর দিয়ে ভিআইপি রোডের যে অংশ গিয়েছে, সেটুকু কেটে বাগজোলা খাল সাফাই হবে।” ভিআইপি রোডের যে অংশ কাটা হবে, তার পাশেই যানচলাচলের জন্য দু’দিকে অস্থায়ী সেতু তৈরি হবে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী। |
টালা সেতুতে দাবিমতো টাকা না-দেওয়ায় এক ট্রেলারচালককে মারধরের অভিযোগ উঠল ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে এলাকার লরিচালক ও বাসিন্দারা প্রায় দু’ঘণ্টা বি টি রোড অবরোধ করে রাখেন। ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “সমস্যা একটা হয়েছিল। তবে লরিচালকেরা কোনও অভিযোগ জমা দেননি।” পুলিশ জানায়, সকালে একটি ট্রেলার ওই সেতু দিয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছিল। ট্রেলারচালক যতীন্দ্র যাদবের অভিযোগ, এক ট্রাফিক কনস্টেবল তাঁর কাছে টাকা চান। টাকা না-দেওয়ায় ওই কনস্টেবল মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন।
|
মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে কেন্দ্রের নতুন আইন সম্পর্কে কলকাতা পুলিশের থানার ওসিদের সচেতন হতে বললেন নতুন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। ওই কঠোর আইন যাতে যথাযথ ভাবে ব্যবহার হয়, তা দেখতে কলকাতা পুলিশের আধিকারিকদেরও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা পুলিশের অপরাধ দমন সংক্রান্ত এক বৈঠকে ওই নির্দেশ দেন সিপি। এ শহরে মহিলাদের বিরুদ্ধে পরপর অপরাধ রুখতেই কমিশনারের ওই সতর্কবাতা বলে মনে করছেন কলকাতা পুলিশের একাংশ।
|
পোস্তার বড়তলা স্ট্রিটে একটি গয়নার দোকানে দুষ্কৃতীর ধারালো অস্ত্রের কোপে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, সিন্টু সাহু নামে ওই কর্মী গলায় ও মাথায় গভীর ক্ষত নিয়ে কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে দোকানে বসে কাজ করছিলেন সিন্টু। হঠাৎ তাঁর চিৎকার শুনে পাশের ঘরের এক কর্মী ঘরের বাইরে বেরিয়ে দেখেন, এক যুবক ঘর থেকে বেরিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে পালাল।
|
হাওড়া স্টেশনের কাছে বামনগাছি ইয়ার্ডে রেললাইনের পাশ থেকে বছর দেড়েকের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। রেলরক্ষী বাহিনীর জওয়ানেরা মঙ্গলবার শিশুটিকে দেখতে পেয়ে রেল পুলিশের হাতে তুলে দেন। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কে বা কারা শিশুটিকে ফেলে গেল, জানা যায়নি। |