আজকের শিরোনাম
‘লাইফ অফ পাই’-এর অস্কার জয়
অস্কার পেল ‘লাইফ অফ পাই’। অ্যাং লি পরিচালিত ছবিটি মোট ১১ বিভাগে মনোনীত হয়েছিল। ৮৫তম অস্কারের এই অনুষ্ঠানে সিনেমাটোগ্রাফি, অরিজিনাল স্কোর ও ভিজুয়্যাল এফেক্ট ও সেরা পরিচালকের শিরোপা ঝুলিতে ভরলেন অ্যাং লি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সূরজ শর্মা। পাশাপাশি অসামান্য অভিনয়ে সঙ্গত দিয়েছেন তব্বু ও ইরফান খান।
অস্কার পেয়ে আপ্লুত অ্যাং লি। ছবি: রয়টার্স
অস্কার এক ঝলকে
বিভাগ কলাকুশলী
সেরা ছবি আর্গো
সেরা অভিনেতা ড্যানিয়েল-ডে লিউইস (লিঙ্কন)
সেরা অভিনেত্রী জেনিফার লরেন্স (সিলভার লাইনিংস প্লেবুক)
সেরা পরিচালক অ্যাং লি (লাইফ অফ পাই)
সেরা অরিজিনাল স্কোর মাইকেল ড্যানা (লাইফ অফ পাই)
সেরা সিনেমাটোগ্রাফি ক্লডিও মিরান্ডা (লাইফ অফ পাই)
সেরা ভিজুয়্যাল এফেক্ট লাইফ অফ পাই
সেরা বিদেশি ছবি আমোর
সেরা অ্যানিমেটেড ছবি ব্রেভ
সেরা তথ্যচিত্র সার্চিং ফর সুগার ম্যান

রামপুরহাটে তরুণীর শ্লীলতাহানি
বারাসতে শ্লীলতাহানির রেশ কাটতে না কাটতেই গতকাল রাতেই শ্লীলতাহানির শিকার হন আর এক তরুণী। এ বার ঘটনাস্থল রামপুরহাট হাসপাতাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বাড়ির কাজের মেয়েকে সঙ্গে করে বাবাকে খাবার দিতে গিয়েছিলেন ওই তরুণী। হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই তাঁদের কোয়ার্টার। তরুণীর বাবা হাসপাতালের কর্মী। খাবার দিয়ে ফেরার পথে হাসপাতাল চত্বরেই ওই তরুণীকে কয়েক জন দুষ্কৃতী ঘিরে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তরুণী জানিয়েছেন, তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। বাড়ি আসতে দেরি হচ্ছে বলে তাঁর ভাই হাসপাতালে পৌঁছে দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করতে গেলে লোহার রড দিয়ে মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে জানান তিনি। চিত্কার-চেঁচামেচি শুনে হাসপাতাল থেকে রোগীদের কয়েক জন আত্মীয় ও হাসপাতাল কর্মীরা ঘটনাস্থলে আসলে দুষ্কৃতীরা পালায়। তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন।

নিক্কো পার্কে নিরাপত্তারক্ষীদের মারধর ২ চিকিত্সকের
নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ উঠল ২ চিকিত্সকের বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল রাতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পার্টি ছিল কলকাতার নিক্কো পার্কে। পার্টিতে হাজির ছিলেন চিকিত্সকরা। রাত ১০.৩০ নাগাদ সকলকে পার্টি শেষে বেরিয়ে যেতে বলেন দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষী। সবাই বেরিয়ে গেলেও দুই তরুণ চিকিত্সক বেরোতে রাজি হচ্ছিলেন না। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তাদের অনুরোধ করা সত্ত্বেও বেরোতে রাজি না হলে তাঁদের সঙ্গে ওই চিকিত্সকদের বচসা বাধে। তারপরই তারা চড়াও হন নিরাপত্তারক্ষীদের উপর। গোটা বিষয়টি জানার পর ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

নাবালিকাকে ধর্ষণ ডানকুনিতে
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ডানকুনির মৃগালায়। অভিযুক্তের নাম মোক্তার মোল্লা। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধেয় এক আত্মীয়ের বাড়ির যাওয়ার পথে মোক্তার নামে ওই যুবক মেয়েটির মুখে কাপড় গুঁজে হাত-পা বেঁধে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির পরবিবারের পক্ষ থেকে মোক্তারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ফেরার ছিল ওই যুবক। আজ সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশসূত্রে খবর।

অন্নপ্রাশনের খাবার খেয়ে অসুস্থ ৭০
অন্নপ্রাশনের খাবার খেয়ে অসুস্থ কমপক্ষে ৭০ জন। এঁদের মধ্যে রয়েছে ১৮ জন শিশু। অসুস্থ সকলকে স্থানীয় সান্ডেলবিল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিমন্ত্রিতদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, গত রাতে হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল ব্লকের এক বাড়িতে প্রায় ২০০-২৫০ জন খাওয়া-দাওয়া করেন। খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই বেশ কয়েক জন অসুস্থ বোধ করতে থাকেন। রাতের দিকে অসুস্থের সংখ্যাটা ক্রমশ বাড়ে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা খাবারে বিষক্রিয়ার কথা জানান। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তাঁরা। কারণ খতিয়ে দেখতে প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চোর সন্দেহে গণপিটুনি মুর্শিদাবাদে
গণপিটুনির হাত থেকে এক যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গুধিয়া এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে সাইকেল চুরির অভিযোগ উঠছিল। বাসিন্দারা জানিয়েছেন, গত কাল যুবকটিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তখনই স্থানীয় কয়েক জন তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করতে থাকেন। পুলিশ এসে যুবকটিকে উদ্ধার করতে গেলে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোঁড়েন। আর তাতেই আহত হন ২ পুলিশকর্মী। পরে আরও পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.