পৃথক দুর্ঘটনায় মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। জখম হলেন এক জন। শুক্রবার বীরভূমের রামপুরহাট থানার কুটিগ্রাম মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন নলহাটি থানার জগধারী গ্রামের উত্তম মহলদার (৩০) ও চামটিবাগানের তপন বাউড়ি (২৫)। জখম ব্যক্তিকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য দিকে, শুক্রবার রাতে দেগঙ্গার বিশ্বনাথপুরে বারাসত-টাকি রোডে ওই দুর্ঘটনায় মৃতদের নাম হরিপদ পাল (৭৬) এবং তরুণ বন্দ্যোপাধায় (২৫)। সরস্বতী পুজো দেখে তাঁরা বিশ্বনাথপুরে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।
|
বালিকাকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সাত বছরের বালিকাকে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের নলহাটি থানা এলাকার ঘটনা। রাতেই তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার তার মা নলহাটি থানায় বিনয় মাল নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। যুবককে গ্রেফতারের দাবিতে কংগ্রেস কর্মীরা মুরারই থানার চাতরামোড়ে রাস্তা পথ অবরোধ করেন। পুলিশ জানিয়েছে, যুবকের সন্ধান চলছে। ওই বালিকার ডাক্তারি পরীক্ষা হয়। মায়ের অভিযোগ, পাড়ায় সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল। এক আত্মীয় তাকে পাঁপড় খাইয়ে মাঠে নিয়ে যায়। তাকে মারধর ও ধর্ষণ করে সে পালায়। বালিকাটি বাড়ি ফিরে ঘটনার কথা জানায়।
|
গরম জলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
অসতর্কতার জন্য গায়ে গরম জল পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। শুক্রবার রাতে বীরভূমের নলহাটি থানার সঙ্কেতপুরের ঘটনা। মৃতের নাম পরী ঘোষ (১)। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
|
সংঘর্ষে জখম
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সংঘর্ষে জখম হলেন তিন জন। শুক্রবার রাতে নলহাটি শহরের ঘটনা। ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কিছু লোকের মধ্যে মারপিট হয়। আহতের দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য জনকে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। |