পুরসভার অনুমতি ছাড়াই শহরে প্রায় শ’খানেক গাছ কাটার অভিযোগ উঠল। বি বা দী বাগ এলাকায় জব চানর্র্কের সমাধিস্থলের আশেপাশে কারা এই কাজ করল জানে না পুলিশ বা পুর প্রশাসন। পরে অবশ্য পুরসভার পক্ষ থেকে এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়। এ ভাবে গাছ কাটায় ক্ষুব্ধ স্থানীয়েরা। এর প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে শনিবার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সন্তোষ পাঠকের দ্বারস্থ হন তাঁরা। ঘটনাস্থলে যান সন্তোষবাবু। তিনি জানান, পুর প্রশাসনকে জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার বলেন, “হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
|
জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির লাথিতে মারা গেলেন এক মহিলা। শনিবার সকালে ওই মহিলার দেহ বনকর্মীরা উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম চন্দা দাস (৫৬)। আলিপুরদুয়ার জংশন সংলগ্ন মধ্য বাইরাগুড়ির বাসিন্দা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব দমনপুরের বিট অফিসার শঙ্করকুমার ছেত্রী জানান, শুক্রবার সকালে কয়েকজন মহিলার সঙ্গে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন চন্দাদেবী। ওই সময় পানিঝোরা ৪ নম্বর কম্পার্টমেন্টে হাতির দলের সামনে পড়েন মহিলারা। অন্যারা পালিয়ে গেলেও ওই মহিলা হাতির সামনে পড়ে যান।
|
গোয়ালে আগুন লাগায় পুড়ে মারা গেল একটি গরু ও ছাগল। জখম হল আরও দু’টি গরু। শনিবার ভোরে রাজনগরের বাঁশবুনি গ্রামের ঘটনা। প্রথমে পড়শিরা, পরে দমকলের কর্মীরা এসে আগুন নেভানোয় হাত লাগান বলে স্থানীয় সূত্রে খবর।
|
ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ থেকে শনিবার সন্ধ্যায় পাঁচ চোরাশিকারিকে গ্রেফতার করল পুলিশ। জয়গাঁ থানার ওসি বিনোদ গজমির জানান, প্রায় ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক পাচারের খবর পেয়ে এ দিন অভিযান চালানো হয়। |