সার্জেন্টকে ‘মার’, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
বেলেঘাটায় কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে শনিবার এক যুবক গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, তোতন দাস নামে ওই যুবকের বাড়ি স্থানীয় রানি রাসমণি বাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রানি রাসমণি বাজারের সামনে একটি অটো রাস্তা আটকে যাত্রী তোলায় যানজট হয়। বেলেঘাটা ট্রাফিক গার্ডের সার্জেন্ট রুদ্রনীল মুখোপাধ্যায় অটো সরাতে নির্দেশ দিলে চালক তাঁর সঙ্গে তর্ক শুরু করেন। পুলিশের অভিযোগ, তোতন ওই সময়ে মত্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। অটোচালকের পক্ষ নিয়ে তিনি সার্জেন্টকে ধাক্কা দেন ও মারধর করেন। ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পরে এলাকা ছেড়ে পালান তিনি। শনিবার জোড়াবাগান বাজার এলাকা থেকে তাঁকে ধরা হয়। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে। |
মারা গেলেন অভিজিৎ শীল। গার্ডেনরিচের হরিমোহন কলেজে সংঘর্ষের আগের দিন এলাকার তৃণমূলের পুরপিতা রঞ্জিত শীলের ছেলে অভিজিৎ শীল বোমা বাঁধতে গিয়ে গুরুতর আহত হন। অভিযোগ উঠেছিল, হরিমোহন কলেজে সংঘর্ষে ওই বোমা ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছিল। বোমা ফেটে অভিজিৎবাবুর দেহের ৬০ শতাংশেরও বেশি ঝলসে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল শরীরের ডান দিক, চোখ ও মুখ। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিজিৎবাবুকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে একদিন থাকার পরেই তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্লাস্টিক সার্জন আনন্দকুমার নাগোয়ানি তাঁর চিকিৎসা করছিলেন। আনন্দকুমারের কথায়, “প্রথম থেকেই রোগীর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তাই ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু দেহের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সেপটিক হওয়া আটকানো যায়নি বলে মৃত্যু হল।” |
সরস্বতী প্রতিমা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ভবানীপুরে। শনিবার, আশুতোষ কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে ভবানীপুর থানায় অভিযোগে জানানো হয়, ভোরে সংগঠনের কয়েকজনের কাছে খবর আসে, কলেজের সামনের সরস্বতী প্রতিমার চুল, মুখ আগুনে পুড়ে গিয়েছে। পুলিশ জানায়, সংগঠনের দাবি, এটি অন্তর্ঘাতের ঘটনা। এ দিকে কলেজের অধ্যক্ষ দীপক কর বলেন, “কলেজের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। মূর্তি পোড়ানোর যে অভিযোগ উঠেছে তার সঙ্গে আশুতোষ কলেজের কোনও সম্পর্ক নেই।” |
বিদেশ থেকে অবৈধ ভাবে সোনা আনার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে এক মহিলা যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। একই অভিযোগে আর এক যাত্রীকে আটক করেছে আয়কর দফতর। শনিবার সকালে এমিরেট্সের উড়ানে মুম্বই থেকে দুবাই হয়ে কলকাতা নামেন শশী জাজু নামে এক মহিলা যাত্রী। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে তিনশো গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার কলকাতা আসেন প্রশাম্ত কুমার নামে মুম্বইয়ের এক বাসিন্দা। ওই ব্যক্তির থেকে চোদ্দ কিলোগ্রাম সোনা বাজেয়াপ্ত হয়েছে। |
ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির |
হাওড়া স্টেশনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টা নাগাদ দুই প্লাটফর্মের শেষে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম সৌমিত্রনারায়ণ দত্ত (৬০)। তিনি সল্টলেক সেক্টর ফাইভের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেলে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া লোকাল চলে যাওয়ার পরেই দেখা যায় দুই ও তিন নম্বর লাইনের মাঝে এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ পড়ে রয়েছে। হাওড়া স্টেশনের কর্মীরা ও আরপিএফ, জিআরপি সৌমিত্রনারায়ণ দত্তকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে সৌমিত্রনারায়ণবাবুর মৃত্যু হয়। ওই ব্যক্তির জামার পকেট থেকে একটি ফোন নম্বর পেয়ে তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত ওই সৌমিত্রবাবু দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান সৌমিত্রনারায়ণ আত্মহত্যা করেছেন। |
অঘটন, আগুনে ছাই বরাহনগর জুটমিলের একটি গুদাম। |
আগুনে পুড়ে গেল বরাহনগর জুটমিলের একটি গুদাম। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশ ও দমকল সূত্রে খবর, জুটমিলের যে গুদামে পাটজাত জিনিস মজুত থাকে, শনিবার সেখানেই আগুন লাগে। কর্মীরা অগ্নি-নির্বাপক যন্ত্র দিয়ে আগুন কিছুটা সামাল দিলেও ক্ষয়ক্ষতি এড়াতে পারেননি। পরে দমকল আসে। দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন। |