নাচনে খুলল এসার জট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আপাতত এসার অয়েলের ভূগর্ভস্থ মিথেন গ্যাস তোলার প্রকল্পে ফের কাজ শুরু হল লাউদোহার নাচনে। জট খুলতে শনিবার সকালে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও মনীশ শর্মার অফিসে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসী ও এসার কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। দাবি-দাওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও গ্রামবাসী আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্ধমানের ওই এলাকায় আপাতত গ্যাস তোলার দু’টি কুয়ো খোঁড়ার কাজ চলছে। শুক্রবার সকালে প্রকল্পের গাড়ি আটকে কিছু গ্রামবাসী রাস্তা ও আলোর ব্যবস্থা, পাকা নর্দমা তৈরি, শ্মশানে ঘর বানিয়ে দেওয়ার দাবি জানান। কাজ বন্ধ হয়ে যায়। এর পিছনে নির্মাণসামগ্রী সরবরাহে যুক্ত একটি সিন্ডিকেটের হাত রয়েছে বলে সংস্থার আধিকারিকদের অনেকের সন্দেহ। তবে এ দিন বৈঠকের পরে এসারের এক কর্তা জানান, নাচন গ্রামে ১৮০ মিটার রাস্তা পাকা করার যে দাবি উঠেছে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। প্রকল্পের কাজ ফের স্বাভাবিক গতিতেই চলছে। তিন সপ্তাহে এই নিয়ে তিন বার বিভিন্ন এলাকায় এসারের কাজে বাধা দেওয়া হল। |
কালনায় আগুনে ভস্মীভূত বাড়ি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল পাঁচটি বাড়ি। শুক্রবার রাতে পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা ১ পঞ্চায়েতের মহাদেবপাড়ার ঘটনা। জখম হয়েছেন একটি বাড়ির এক দম্পতি। তাঁদের নদিয়ার প্রতাপনগর হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টায় দমকল এসে আগুন আয়ত্তে আনে। এ দিন ওই পঞ্চায়েতেরই হৃষিগ্রামেও আগুনে পুড়ে যায় দু’টি বাড়ি। পুলিশ জানায়, বেশ কিছু নগদ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে যান মহকুমাশাসক শশাঙ্ক শেঠি এবং পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তপনবাবু জানান, সবাইকে ত্রিপল, চাল, কম্বল, নগদ অর্থ দেওয়া হয়েছে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। |
গাড়ি ভাঙচুরে অভিযুক্ত নেতা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
চায়ের দোকান এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্ডালের লচ্ছিপুর এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। দোকান মালিক লক্ষ্মণ যাদব ও লক্ষ্মী মাহাতো অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন, স্থানীয় তৃণমূল নেতা দুলাল সিংহ এই কাজে জড়িত। স্থানীয় অশোক মুনিয়া, সুদামা সিংহ এবং মুকেশ মুনিয়া গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন দুলালবাবুর বিরুদ্ধে। দুলালবাবুর বক্তব্য, অভিযোগ মিথ্যা। পুলিশ জানায়, তদন্ত চলছে। |
কাঁকসায় দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেক যানজট হল কাঁকসার পিয়ারিগঞ্জের কাছে পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কে। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বর্ধমানের ওই এলাকায় একটি ট্রাক আর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। পিছনের লরির চালক জখম হন। পুলিশের গাড়ি এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা সেটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয় না। পরে বড় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |