ফরাক্কায় মা-মেয়ে জোড়া খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন দাস ওরফে রণি দাসকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে বীরভূমের বোলপুরের গুঁড়িপাড়ার একটি বাড়ি থেকে ফরাক্কা থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। বুধবার রাতে ফরাক্কা ব্যারেজ উপনগরীর সরকারি আবাসনের বাসিন্দা মা অনুরাধা দাস (৫৫) ও মেয়ে গীতপ্রিয়া দাস (৩২) খুন হন। ওই খুনের ঘটনায় অনুরাধাদেবীর বোনপো রণি দাস ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অপর দুই অভিযুক্ত শুভজিৎ দাস ও প্রধান দাস অবশ্য পলাতক। অনুরাধাদেবীর বোলপুরে একটি বাড়ি রয়েছে। সম্প্রতি তিনি সেই বাড়ি বিক্রি করে দিতে চাইলেও রনিদের ইচ্ছা ছিল তা কুক্ষিগত করা। এই নিয়ে বিবাদের জেরেই এই জোড়া খুন বলে পুলিশের অনুমান।
|
স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় প্রধান শিক্ষককে ঘণ্টা দু’য়েক আটকে রাখল অভিভাবকেরা। শুক্রবার নদিয়ার হরিণঘাটার জাহিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পরে অভিভাবকেরাই উদ্যোগী হয়ে স্কুলের পাশে পুজোর আয়োজন করে। গ্রাম শিক্ষা কমিটির সভাপতি আদিত্য রায় বলেন, “প্রধান শিক্ষক নিজের অসুবিধার কথা আগে জানালে আমরাই পুজোর আয়োজন করতাম।” প্রধান শিক্ষক অধীর ঘোষ বলেন, “স্কুলের শ্রেণিকক্ষ সংস্কারের তদারকিতে ব্যস্ত থাকায় এ বার সরস্বতী পুজোর বন্দোবস্ত করতে পারিনি। সহ শিক্ষকদের সে কথা জানাই।
|
এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শক্তিপুরের কামনগরের ঘটনা। মৃতার নাম সুমিতা বিশ্বাস (১৯)। এ দিন পুলিশ ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ওই ছাত্রীর বাবার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহশিক্ষক সহবাস করেন তাঁর মেয়ের সঙ্গে। পরে ওই শিক্ষক বিয়ে করতে অস্বীকার করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। |