রাশিয়ায় উল্কাবৃষ্টি, আহত চার শতাধিক |
আজ সকালে ভয়াবহ উল্কাবৃষ্টিতে কেঁপে উঠল মধ্য রাশিয়ার উড়াল এলাকা। কয়েকশো কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও খবর। সেই সঙ্গে চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। আগুন লেগে যায় পাহাড়ের বিস্তীর্ণ এলাকায়। পুড়ে যাওয়া পাথরের টুকরোগুলো সম্ভবত উল্কা বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণের শব্দে মাটি কেঁপে ওঠে, এমনকি বাড়ির দরজা জানালা ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনায় এখনও পর্যন্ত ৪০০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
|
দহিজুড়িতে দোকানে যুবক খুন |
দোকানে ঢুকে এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের দহিজুড়িতে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানোর দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
হরিমোহন ঘোষ কলেজে পুজো বন্ধ |
আজ গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে সরস্বতী পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। ক’দিন আগেই কলেজ নির্বাচন ঘিরে অশান্তির জেরে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরীর। এই ঘটনার জেরেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|