উত্তর কোরিয়াকে টেক্কা দিতে এ বার তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়াও। মঙ্গলবারই তৃতীয় বারের জন্য পরীক্ষামূলক ভাবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। ঠিক তার পর দিন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করল, ৮০০ কিমি পাড়ি দিতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তাড়াতাড়িই তৈরি করে ফেলবে তারা। যার পাল্লায় পড়বে গোটা উত্তর কোরিয়া। শুধু ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগই নয়, সেনা সতর্কতাও জারি করেছে দক্ষিণ কোরিয়া। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কিম মিন সিওক জানান, মাটির নীচে এই পরীক্ষামূলক বিস্ফোরণ থেকে বাতাসে তেজস্ক্রিয় মেশার সম্ভাবনা থাকে। তাই উত্তর কোরিয়ার দাবি যাচাই করতে ইতিমধ্যেই তার নমুনা সংগ্রহ করেছেন তাঁদের বিজ্ঞানীরা। কয়েক দিনের মধ্যে পিয়ংইয়ং যে আবার এ রকম পরীক্ষা চালাতে পারে, হুঁশিয়ারিও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। উত্তর কোরিয়ার পদক্ষেপের সমালোচনা করেছে আমেরিকা।
|
সোমবার পদত্যাগ ঘোষণার পর প্রথম জনসমক্ষে এলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। বুধবার ভ্যাটিকানের প্রেক্ষাগৃহে সাধারণ মানুষের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতে অংশগ্রহণ করেন তিনি। বহু মানুষ প্রবল আনন্দের সঙ্গে তাঁকে স্বাগত জানান। সরকারি ভাবে পদত্যাগের আগে পর্যন্ত এই সাপ্তাহিক সাক্ষাৎ বজায় রাখবেন ৮৫ বছর বয়সী পোপ।
|
ভারতীয় হাইকমিশনের আশ্রয় চাইলেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ। বুধবার মলদ্বীপের এক ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবারই ভারতীয় হাই কমিশনর ডি এম মুলের সঙ্গে বৈঠক করেন নাশিদ।
|
বরফের ভারে ভেঙে পড়ল ইউক্রেনে চের্নোবিল পরমাণু কেন্দ্রের ছাদ। তবে এর ফলে তেজষ্ক্রিয় বিকিরণের কোনও আশঙ্কা নেই বলে প্রশানিক সূত্রে দাবি করা হয়েছে। একটি ফরাসি সংস্থার ৮০ জন কর্মী এই পরমাণু কেন্দ্রটির অন্য দিকে কাজ করছিলেন। কেউ হতাহত হননি।
|
মায়ানমারের বিরোধী দলনেত্রী সু চি-র সঙ্গে লোকসভার
স্পিকার মীরা কুমার। বুধবার ইয়াঙ্গনে। ছবি: পিটিআই। |