শুরু হয়েছে আলু তোলার কাজ। যাঁরা কিছুটা আগে চাষ শুরু করেছিলেন, তাঁরাই এখন আলু তুলছেন। চলতি মাসের শেষ থেকে অধিকাংশ জমিতে আলু তোলা শুরু হবে। পশ্চিম মেদিনীপুরে গড়ে ৭৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এ বার কিছুটা কম জমিতে চাষ হয়েছে। ২০০৯-’১০ সালে জেলায় ‘রেকর্ড’ পরিমাণ জমিতে আলু চাষ হয়েছিল, ৮২ হাজার ৮৪০ হেক্টর। পরের অর্থবর্ষে ৭০ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আলু চাষ হয়। দুই বছর আলু চাষ করে ক্ষতির মুখে পড়েছিলেন চাষিরা। গত বছর অবশ্য আলুর দাম মোটের উপর ঠিকই ছিল। চাষের মাঝে বৃষ্টি হওয়ার ফলে ফলন কিছুটা কমেছিল। ফলে, শুরু থেকে বাজারে আলুর দাম কেজি প্রতি ৪ টাকার আশপাশে ছিল। এ বার পরিস্থিতির খুব একটা হেরফের হবে না বলে মনে করছে কৃষি দফতর। |