অধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা |
গতকাল মুর্শিদাবাদের জেলাশাসকের বাংলোয় ‘তাণ্ডব’-এর জেরে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী-সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করার দায়ের করল পুলিশ। স্মারকলিপি জমা দিতে গিয়ে জেলাশাসক রাজীব কুমারকে না পেয়ে প্রায় আধঘণ্টা ধরে তাঁর বাংলোয় কংগ্রেস কর্মীরা ভাঙচুর চালায়। টেলিফোনে তাঁকে ‘হুমকি’ দেওয়া হয় বলেও পুলিশকে জানান রাজীববাবু। আজ সিআরপিসি-র ১৫৪ ধারায় জামিন যোগ্য ও অযোগ্য দুই ধারাতেই মামলা দায়ের করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে ফুটেজও চেয়ে পাঠায় পুলিশ। ঘটনাটিকে ‘সঠিক’ আখ্যা দিয়ে প্রয়োজনে আরও বড় আন্দোলনের ‘হুমকি’ দেন রেল প্রতিমন্ত্রী।
|
এ যেন ‘সত্ ডাকাত’ । ডাকাতির শেষে নিজেরাই বিপদঘণ্টা বাজিয়ে পুলিশের হাতে ধরা দিল। গল্পকথা নয় এমনই ঘটেছে বাঁকুড়ার নতুনগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। তবে সত্ ডাকাত নয় ‘বোকামি’ করেই এমন অঘটন ঘটায় তারা। আজ সকালে ব্যাঙ্কে ডাকাতি করতে এসে ভুল করে বিপদঘণ্টা বাজিয়ে ফেলে ৬ জনের একটি ডাকাতদল। ঘণ্টা শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসলে লুঠের মালপত্র ফেলে চম্পট দেয় তারা। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ফের অবৈধ খাদান থেকে ধস নামল আসানসোলের কালাপাহাড়ির বিস্তীর্ণ অঞ্চলে। ধসের কারণে রাস্তাঘাটে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০টি বাড়ি। ফাটল ছড়িয়ে পড়েছে পাশের গ্রামেও। আতঙ্কে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। এর আগেও বহুবার ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কালাপাহাড়ির বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন ইসিএল-কর্তৃপক্ষ।
|
ডায়মন্ড হারবারে বিদ্যুত্স্পৃষ্ট যুবক |
আজ ডায়মন্ড হারবারের লেনিননগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আশিস কর্মকার নামে ওই যুবক পেশায় মোটর মেকানিক। কাজ করার সময় ট্রান্সফর্মারের নীচে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
|